কথাতে আছে, মর্নিং শো-জ দ্য ডে। মানে শুরুই বলে দেয় বাদবাকি সময়টা কেমন যাবে। যদিও টিআরপি-র ক্ষেত্রে এমনটা হয় না একেবারেই। বরং, গত সপ্তাহেও যে থাকে পয়লা নম্বরে, চলতি সপ্তাহে এসে সেই চলে আসে তলানিতে। আবার নীচে থাকা কেউ হুড়মুড়িয়ে উঠে আসে উপরে। এই সপ্তাহেও কিছুটা এমনই হল।
নিম ফুলের মধু চলতি সপ্তাহে নেমে গেল চার নম্বরে (৮.০)। অর্থাৎ পর্ণার জীবনে এই নতুন বন্ধু আসা, ফোটোসেশন ভালো লাগছে না দর্শকরে। সন্দেহবাতিক সৃজনকে দেখতে দেখতেও নিশ্চিত ক্লান্ত দর্শক। সেই হিসেবে অনুরাগের ছোঁয়া (৭.৫) উন্নতি ঘটিয়েছে নিজের পজিশনে। অনেকদিন ধরে বেড়িয়ে গিয়েছিল সেরা পাঁচ থেকে। আর বছরের শুরুতে নতুন করে এন্ট্রি নিয়ে ফেলল। সোনা-র উপর মিশকার করা হামলা, ছোট্ট মেয়েটির মৃত্যুর মুখ থেকে ফিরে আসা, দীপার লড়াই বেশ ভালোই দর্শক কাড়ল।
ভাবছেন তো সেরা কে? এবারেও ধরা গেল না জ্যাস সান্যালকে। মানে টপার সেই জগদ্ধাত্রীই (৯.১)। এবারেও ২ নম্বরে আটকে থাকতে হল ফুলকিকে (৮.২)। সেই হিসেবে জলসার গীতা এলএলবি-র উন্নতি হল খানিক। চার থেকে সোজা তিন নম্বরে।
দেখে নিন বাংলা সিরিয়ালের টিআরপি-র সেরা দশ-
প্রথম: জগদ্ধাত্রী (৯.১)
দ্বিতীয়: ফুলকি (৮.২)
তৃতীয়: গীতা এলএলবি (৮.১)
চতুর্থ: নিম ফুলের মধু (৮.০)
পঞ্চম: অনুরাগের ছোঁয়া (৭.৫)
ষষ্ঠ: কার কাছে কই মনের কথা/ কোন গোপনে মন ভেসেছে (৭.০)
সপ্তম: সন্ধ্যাতারা/ Love বিয়ে আজকাল (৬.৮)
অষ্টম: তোমাদের রাণী (৬.৭)
নবম: জল থই থই ভালোবাসা(৬.৫)
দশম: তুমি আশেপাশে থাকলে (৬.২)
এদিকে নম্বর বাড়িয়ে ধীরে ধীরে উপরে উঠে আসছে কার কাছে কই মনের কথা-ও। শিমুল বর পরাগের বিয়ের উদ্যোগ নিতে না নিতেই বেড়ে গেল নম্বর। পেল ৭.০। যদিও ছয় নম্বর পজিশনে যৌথভাবে রয়েছে শ্বেতা আর রণজয়ের কোন গোপনে মন ভেসেছে ধারাবাহিকটিও।
সন্ধ্যাতারা-র টিআরপি এদিকে কিন্তু কমছে। যা একটু হলেও চিন্তার বিষয় অন্বেষার ভক্তদের জন্য়। শুরু থেকেই ফুলকি-র কাছে স্লট হারিয়েছে জলসার এই মেগা। তবে টিআরপি-র সেরা দশ থেকে বেরিয়ে গেলে নিসন্দেহে কড়া হবে চ্যানেল। সেক্ষেত্রে অকালে বন্ধ হওয়ার মতো ঘটনাও ঘটতে পারে। চিন্তায় ফেলছে আলোর কোলে, মিঠিঝোরা-র কম নম্বরও।