বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP List: লালন-ফুলঝুরির বিয়ে দেখিয়ে টপার ধুলোকণা, প্রথম তিনে আছে তো মিঠাই-গাঁটছড়া?

TRP List: লালন-ফুলঝুরির বিয়ে দেখিয়ে টপার ধুলোকণা, প্রথম তিনে আছে তো মিঠাই-গাঁটছড়া?

এগিয়ে ধুলোকণা, পিছিয়ে গেল মিঠাই-গাঁটছড়া। 

মিঠাই আর গাঁটছড়াকে ফের টেক্কা দিয়ে গেল ধুলোকণা। লালন আর ফুলঝুরির বিয়ে দেখতে ফিরল দর্শক!

এসে গেল চলতি সপ্তাহের টিআররপির তালিকা। কদিন ধরেই বেশ উত্তেজনা ভরপুর পর্ব দর্শকদের উপহার দিয়েছে গাঁটছড়া, মিঠাই, ধুলোকণা-র মতো ধারাবাহিকরা। তবে লালন আর ফুলঝুরির বিয়ে দিয়ে সবার আগে এগিয়ে এল ধুলোকণা। শুধু চ্যানেল নয়, এই সপ্তাহে বাংলার টপারও স্টার জলসার এই মেগা। আর তারপরেই আছে ‘গাঁটছড়া’। রাহুলের পরদা ফাঁস, খড়িদের বাড়ি বিক্রি হয়ে যাওয়া, আর বারবার ঋদ্ধি-খড়ির কাছাকাছি আসার মাখোমাখো দৃশ্য চোখ ফেরাতে দেয়নি দর্শকদের। 

তবে টিআরপি কমল মিঠাইয়ের। ছেলে-মেয়েদের মধ্যে ঝামেলা দেখিয়ে যে উত্তেজনা তৈরি করার চেষ্টা চালানো হয়েছিল তা বিফলে গিয়েছে। ফলে পিছিয়ে গিয়েছে মিঠাই আর সিড। 

তবে গত সপ্তাহে বেঙ্গল টপার আলতা ফড়িং এবার চলে গিয়েছে চতুর্থ নম্বরে। এদিকে গত সপ্তাহে টিআরপি তালিকায় থাকা বেশ কিছু মেগারও দেখা মিলল না আর। যেমন রাহুল-রুকমার ‘লালকুঠি’। যদিও আগের সপ্তাহের থেকে নম্বর বেড়েছে (৪.৮ থেকে ৫.৫)। 

চলতি সপ্তাহের টিআরপি তালিকায় সেরা দশ:

প্রথম- ধুলোকণা (৮.০)

দ্বিতীয়- গাঁটছড়া (৭.৯)

তৃতীয়- মিঠাই (৭.৮)

চতুর্থ- আলতা ফড়িং (৭.৭)

পঞ্চম- গৌরী এল (৭.৬)

ষষ্ঠ- লক্ষ্মী কাকিমা সুপারস্টার (৭.৩)

সপ্তম- মন ফাগুন (৭.০)

অষ্টম- অনুরাগের ছোঁয়া (৬.৫)

              উমা (৬.৫)

নবম- এই পথ যদি না শেষ হয় (৬.৩)

দশম- আয় তবে সহচরী (৫.৭)

           খেলনা বাড়ি (৫.৭)

 

বন্ধ করুন