ফুলকি-র ট্রেলার আসার পর থেকেই একে মিঠাই-এর উত্তরসুরী হিসেবে ধরা হয়েছিল। এক তো এই ধারাবাহিক শুরু মানেই, মিঠাইয়ের সেট। সঙ্গে মনোহরা (মিঠাইয়ের সেট) ভেঙে তৈরি হয়েছিল ফুলকির সেট। সঙ্গে মিঠাই-এর পরিচালক থেকে শুরু করে লেখিকা, সবাই যোগ দিয়েছিলেন টিম ফুলকিতে। শুরু থেকেই জি বাংলার এই মেগা বুঝিয়ে দিল ঠিক মিঠাইয়ের মতো করেই টিআরপি এনে দেবে সে চ্যানেলকে। প্রথম সপ্তাহের মতো এই সপ্তাহেও ফুলকির রয়েছে দ্বিতীয় নম্বরে। বরং নম্বর বেরেছে। ৭.২ থেকে সোজা ৭.৪।
যদিও সেরার আসনে সেই অনুরাগের ছোঁয়াই। সূর্য আর দীপার জনপ্রিয়তা ধরা-ছোঁয়ার বাইরে চলে গিয়েছে। মাঝে জগদ্ধাত্রী একা টক্কর দিচ্ছিল। এখন দলে এল ফুলকি। তবে এত সহজে দমানো যাবে কি না তা নিয়ে সন্দেহ রয়েই যাচ্ছে। তিনে নেমে এসেছে জগদ্ধাত্রী।
এদিকে দ্বিতীয় সপ্তাহে এসে আরও কমল সন্ধ্যাতারার নম্বর। গত সপ্তাহে ছিল ৫.০। ছিল ন নম্বরে। আর এই সপ্তাহে .১ টিআরপি কমে নম্বর ৪.৯। ফলে ছিটকে গেল সেরা দশ থেকে। অন্য দিকে, জগদ্ধাত্রীর সঙ্গে পেরে উঠছে না নতুন শুরু হওয়া তুঁতেও। সৈয়দ আরেফিন ও দীপান্বিতা রক্ষিতের সিরিয়াল পেল এই সপ্তাহে ৪.৪।
এদিকে অনেক আশা নিয়ে গৌরী এলোর স্লট বদল করেছিল জি বাংলা। যা মোটেও শুভ হল না সিরিয়ালের জন্য। একসময় টিআরপি-র সেরা তিনে টানা নিজের জায়গা করে নেওয়া গৌরী এলো রামপ্রসাদের বিপরীতে গিয়ে হারালো স্লট। চলতি সপ্তাহে রামপ্রসাদের রেটিং যেখানে ৩.৯, সেখানে গৌরী এলো-র রেটিং ২.৯।
টিআরপি তালিকায় নয় নম্বরে রয়েছে সোহাগ জল। এদিকে চ্যানেলের তরফে এই মেগা শেষ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এক্কা দোক্কার কাছে স্লট হারানো সোহাগ জলকে বন্ধ করে সেই জায়গায় নিয়ে আসা হবে খেলনা বাড়ি-কে। যদিও টিআরপি রেটিং-এ বেশ পিছিয়েই আছে খেলনা বাড়ি সোহাগ জলের থেকে। চলতি সপ্তাহে পেয়েছে মাত্র ৪.১। ৩ জুলাই থেকে রাত ৯টায় এসে কী খেল দেখায় এখন তারই অপেক্ষা।
এক নজরে দেখুন সেরা ১০-এর তালিকা-
প্রথম- অনুরাগের ছোঁয়া (৮.১)
দ্বিতীয়- ফুলকি (৭.৪)
তৃতীয়- জগদ্ধাত্রী (৭.৩)
চতুর্থ- নিম ফুলের মধু (৬.৭)
পঞ্চম- বাংলা মিডিয়াম (৬.৩)
ষষ্ঠ- রাঙা বউ (৬.২)
সপ্তম- হরগৌরী পাইস হোটেল (৬.০)
অষ্টম- এক্কা দোক্কা (৫.৩)
নবম- সোহাগ জল (৫.১)
দশম- কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ (৫.০)
শেষ হয়েছে মেয়েবেলা। মেয়েবেলার শেষ টিআরপি খুবই খারাপ। বিকেল ৫টার স্লটে গিয়ে সেভাবে আর দর্শক জোগাড় করতে পারেনি। মউ আর নির্ঝরের যাত্রা শেষ হল মাত্র ১.৬ রেটিং দিয়ে। প্রসঙ্গত, ৩ জুলাই থেকে শুরু হচ্ছে কার কাছে কই মনের কথা। অনেকেরই আশা টিআরপি-তে বড় বদল আনবে এই মেগা। জি বাংলায় ফিরছেন মানালি দে। সঙ্গে স্নেহা চট্টোপাধ্যায়, বাসবদত্তা চট্টোপাধ্যায়, কুয়াশা বিশ্বাস, সৃজনী মিত্ররা। পাঁচ নারীর বন্ধুত্বের গল্প বলবে এই মেগা, অন্তত প্রথম প্রোমো-তে তেমনই ইঙ্গিত দিয়েছে। দেখা যাবে সাড়ে ছ'টায়।