বাংলা নিউজ > বায়োস্কোপ > TRP Non Fiction: দিদি রচনার ধারে কাছে কেউ না, শেষের সপ্তাহেও পিছিয়ে দেব, এগিয়ে সারেগামাপা

TRP Non Fiction: দিদি রচনার ধারে কাছে কেউ না, শেষের সপ্তাহেও পিছিয়ে দেব, এগিয়ে সারেগামাপা

বছর শেষে নন ফিকশনের টিআরপিতে এগিয়ে দিদি নম্বর ১।

নন ফিকশনের টিআরপিতে এগিয়ে দিদি নম্বর ১। বছর শেষে শেষ হচ্ছে রান্নাঘর আর ডান্স ডান্স জুনিয়র। তবে শেষের দিনেও দুই শো-র টিআরপি সেভাবে বাড়ল না। 

জগদ্ধাত্রী-র হাত ধরে ফিকশনে টানা বেঙ্গল টপারের জায়গা ধরে রাখছে জি বাংলা। আর অন্য দিকে, কামাল করছে রচনা বন্দ্যোপাধ্যায়ের শো-ও। চলতি সপ্তাহেও দিদি নম্বর ১ রয়েছে টপে। মাঝে কয়েক সপ্তাহ ধরে টিআরপি তালিকায় একটু ওঠানামা করছিল এই গেম শো। তবে, রচনা বুঝিয়ে দিয়েছেন তিনিই লম্বা রেসের ঘোড়া। চলতি সপ্তাহে ৫.০ নম্বর নিয়ে এগিয়ে সানডে ধারামা এপিসোড। 

শেষ হচ্ছে দেবের ডান্স রিয়েলিটি শো ‘ডান্স ডান্স জুনিয়র’। রবিবার ১ জানুয়ারি ফাইনাল। তবে সেমিফাইনাল এপিসোডেও সেভাবে দর্শক মনে জায়গা করতে পারল না এই রিয়েলিটি শো। তিন নম্বরে মাত্র ৩.৬ শতাংশ নম্বর নিয়েই খুশি থাকতে হল। 

দ্বিতীয় স্থানে রয়েছে সারেগামাপা। বাংলার এই মিউজিক রিয়েলিটি শো প্রথম থেকেই সুরের জাদুতে সকলের মনে ঘর করে নিচ্ছে। 

এক নজরে দেখুন নন-ফিকশন শো-এর টিআরপি-

দিদি নম্বর [সানডে ধামাকা] (৫.০)

সারেগামাপা (৪.৬)

‘ডান্স ডান্স জুনিয়র ৩’ (৩.৬)

রান্নাঘর (১.০)

প্রসঙ্গত, পুরনো বছর শেষের সঙ্গে সঙ্গে সুদীপার রান্নাঘরও শেষ হয়ে যাবে। ইতিমধ্যেই হয়ে গিয়েছে শেষ দিনের শ্যুট। তবে টিআরপি বাড়ল না শেষের সপ্তাহে এসেও। প্রাপ্ত নম্বর ১.০। ১ জানুয়ারি থেকে এই জায়গায় জি বাংলায় আসছে নতুন গেম শো ‘ঘরে ঘরে জি বাংলা’, যা সঞ্চালনার দায়িত্বে থাকবেন ইন্দ্রাণী হালদার আর অপরাজিতা আঢ্য।

প্রসঙ্গত, জানুয়ারির মাঝামাঝি থেকে শুরু হবে জি বাংলায় ডান্স বাংলা ডান্স। সারেগামাপা-র পর শুরু হওয়া এই নাচের রিয়েলিটি শো-তে বিচারকের আসনে থাকছে বড় চমক। আসবেন মৌনি রায়। মহাগুরুর আসনে মিঠুন চক্রবর্তী। 

 

বন্ধ করুন