একদিকে ভোটের উন্মাদনা, অন্যদিকে আইপিএল! গত কয়েক সপ্তাহ ধরেই বাংলা সিরিয়ালের টিআরপি বেশ কম। এমনকী, টপার পজিশনও বারবার বদলাচ্ছে। গত কয়েক সপ্তাহ বেঙ্গল টপার পজিশন ছিল ফুলকি-র দখলে। তবে পর্ণার কোলে মেয়ে আসতেই, বদলে গেল চিত্রটা। ৭.৯ নম্বর পেয়ে উপরে থাকল নিম ফুলের মধু। ধারাবাহিকে ফের এন্ট্রি নিয়ে ফেলেছে ইশা। তাই সামনের সপ্তাগুলিতেও বাজি থাকবে রুবেল-পল্লবীদের হাতেই।
দ্বিতীয় স্থান অধিকারে রাখল ফুলকি (৭.৬)। তবে একেবারে ৩ নম্বরে চলে গেল জগদ্ধাত্রী (৭.৩)। আর চারে কোন গোপনে মন ভেসেছে। প্রাপ্ত নম্বর ৬.৯। অর্থাৎ প্রথম চার দখলে রাখল জি বাংলাই। আর পাঁচে অবশেষে স্টার জলসার গীতা এলএলবি সিরিয়াল।
আধ্যাত্মিকতা নিয়ে সদ্য শুরু হওয়া অষ্টমী সেরকম ভালো ওপেনিং পেল না। গৌরি এল-র পর জি বাংলায় আবারও অতিলৌকিক মেগা। আশা রাখা যাচ্ছে, কয়েক সপ্তাহের ভিতরেই হয়তো বাড়বে রেটিং। এই ধারাবাহিকে মুখ্য ভূমিকায় দেখা মিলছে ঋতব্রতা দে ও সপ্তর্ষির। নেগেটিভ চরিত্রে অভিনেতা কৌশিক চক্রবর্তী।
আরও পড়ুন: এ বাবা! খাওয়ার টেবিলে গোটা বলিউড, লুকিয়ে নাক খুঁটছেন রবিনা, ধরা পড়লেন ক্যামরায়
অষ্টমী আসায় বদলে গিয়েছিল অনেক ধারাবাহিকেরই স্লট। অষ্টমী জায়গা নেয় জি-এর সিরিয়াল কার কাছে কই মনের কথা-র। আর তারপরই কার কাছে কই মনের কথা-কে সরিয়ে নিয়ে আসা হয় মিঠিঝোরার জায়গায়। আরও ৩০ মিনিট পিছিয়ে যায় রাই-নীলু-শৌর্যদের আসার সময়। এখন তারা মুখোমুখি হরগৌরী পাইস হোটেলের। আর কার কাছে কই মনের কথা-র প্রতিযোগিতা অনুরাগের ছোঁয়ার সঙ্গে।
আরও পড়ুন: ভারতের প্রথম খলনায়িকা, লোক ভাবত ‘পাক গুপ্তচর’! ১৪-তে বিয়ে, ১৬-য় সন্তান, তারপর পালান প্রেমিকের সঙ্গে
দেখে নিন টিআরপি-র সেরা ১০ তালিকা-
প্রথম- নিম ফুলের মধু ৭.৯
দ্বিতীয়- ফুলকি ৭.৬
তৃতীয়- জগদ্ধাত্রী ৭.৩
চতুর্থ- কোন গোপনে মন ভেসেছে ৬.৯
পঞ্চম- গীতা LLB ৬.৮
ষষ্ঠ- কথা ৬.৩
সপ্তম- অনুরাগের ছোঁয়া ৫.৮
অষ্টম- জল থই থই ভালোবাসা ৫.৭
নবম- অষ্টমী ৫.৪
দশম- বঁধূয়া ৫.৩
জল থই থই ভালোবাসাতেও বেশ টুইস্ট অ্যান্ড টার্ন আসছে রীতিমতো। ফলে ধারাবাহিকটি রয়েছে ৮ নম্বরে। নয় নম্বরে অষ্টমী। আর দশে বঁধূয়া।