বলিউড তারকারা বেশিরভাগ সময়ই থাকেন ক্যামেরার নজরে। তাঁদের নানা উপপপস মোমেন্ট ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়াতে। ঠিক এমনটাই হল বলিউড নায়িকা রবিনা ট্যান্ডনের সঙ্গে। অজান্তেই হাত চলে গিয়েছিল নাকে। ডিনার টেবিলে বসেই মগ্ন হয়ে পড়েছিলেন নাক খোঁটায়। আর সেটাই আপাতত নেটিজেনদের কাছে চর্চার বিষয়।
ভিডিয়োটি সপ্তাহখানেকের পুরনো। রমজান মাসে বলিউডের এক ইফতার পার্টির। যেখানে ডিনারে উপস্থিত রয়েছেন আরবাজ খান, সুরা খান, ঋদ্ধিমা পণ্ডিতরা। টেবিলে রয়েছেন রবিনাও। দেখা গেল চুল ঠিক করছেন। তারপর খানিকটা আনমনেই নাকে হাত দিলেন। সোজা ভাবে বললেন, খুঁটলেন নাক! সামনে থাকা তারকারা তা খেয়াল না করলেও, ক্যামেরায় থেকে গেল সেই মুহূর্ত।
আরও পড়ুন: ভারতের প্রথম খলনায়িকা, লোক ভাবত ‘পাক গুপ্তচর’! ১৪-তে বিয়ে, ১৬-য় সন্তান, তারপর পালান প্রেমিকের সঙ্গে
দেখুন রবিনা ট্যান্ডনের ভাইরাল মুহূর্ত-
রমজানের পবিত্র মাসে মুম্বইয়ের জনপ্রিয় মহম্মদ আলি রোডের কাছে এক নামী রেস্তোরাঁয় কাবাবের স্বাদ উপভোগ করেছিলেন সেদিন বলি-তারকারা। ইফতার পার্টিতে যোগ দিয়েছিলেন রবিনা ট্যান্ডন, তাহের শাব্বির, রিদ্ধিমা পণ্ডিত সহ আরও অনেকে। ভাইরাল ভিডিয়োতে বেশ মজার মজার মন্তব্য জমা পড়েছে।
আরও পড়ুন: শুধু ভালো নায়ক নন, গায়কও! জিতের সিনেমার গান ধরলেন অনির্বাণ, মুগ্ধ অনুরাগীরা
একজন লিখলেন, ‘মানে তারকারাও এসব করে। আমি তো ভাবতাম আমি আর আমার বন্ধুরাই খুব নোংরা’। দ্বিতীয়জনের মন্তব্য, ‘আমি শুধু ভাবছি, রবিনা এখন কত লজ্জা পাচ্ছে এটা দেখে’। তৃতীয়জন লিখেছেন, ‘প্রমাণ হল, সেলেব্রিটি+ভুলভাল কাজ = সাধারণ পাবলিক’।
কেউ কেউ আবার রবিনারই পক্ষ নিয়েছেন। একজন লেখেন, ‘আরে এরাও তো মানুষ। একটু একা ছাড়ুন। বিরক্তিকর।’ দ্বিতীয়জন লিখলেন, ‘প্যাপ কালচার দিনদিন নোংরা হচ্ছে। একটু ভিউ পেতে এসব করল।’
আরও পড়ুন: মা অন্নপূর্ণার পুজো, সোনায় মোড়া শুভশ্রী! ইয়ালিনির ছবি দিল নায়িকার বান্ধবী
১৯৯১ সালে ‘পাথ্থার কে ফুল’ সিনেমা দিয়ে বলিউডে ডেবিউ করেছিলেন অভিনেত্রী রবিনা ট্যান্ডন। গোবিন্দা, অজয় দেবগন, সুনীল শেট্টি, অক্ষয় কুমারের মতো অনেক তারকাদের সঙ্গে একের পর এক সুপারহিট ছবি উপহার দিয়েছেন অভিনেত্রী। বর্তমানে অবশ্য অনেক কম সিনেমাই করেন তিনি।
রবিনাকে শেষ দেখা গিয়েছে 'পাটনা শুকলা'-তে আইনজীবীর ভূমিকায়। ছবিতে আরও ছিলেন সতীশ কৌশিক, মানব ভির। আরবাজ খানের প্রযোজনায় 'পাটনা শুকলা' মুক্তি পেয়েছিল ডিজনি প্লাস হটস্টারে।