অভিনেত্রী তুনিশা শর্মাকে আত্মহত্যায় প্ররোচণা দেওয়ার অভিযোগে গ্রেফতার হয়েছেন প্রাক্তন প্রেমিক তথা সহ-অভিনেতা শিজান খান। আপতত ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে গ্রেফতার নায়ককে। শনিবার মহারাষ্ট্রের পালগড়ের জেলা আদালতে তোলা হলে অভিনেতার জামিনের আর্জি না-মঞ্জুর করে আদালত।
অন্যদিকে মুম্বই আদালতে অভিনেতা আবেদন দাখিল করেছেন জেল হেফাজতে তিনি চুল কাটবেন না! জানা গিয়েছে ২রা জানুয়ারি পর্যন্ত শিজানের চুল কাটা হবে না, পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে জেলারের নির্দেশ মতো জানিয়েছেন তুনিশার আইনজীবী।
তুনিশার আইনজীবী তরুণ শর্মা জানান, ‘নিজের চুলের প্রতি যেরকম নজর দিচ্ছে শিজান এই পরিস্থিতিতে তাতে বোঝা যায় তুনিশার জন্য কতটা অবহেলা ছিল ওর মধ্যে’। এখানেই শেষ নয়, জেলে থাকাকালীন বাড়ির তৈরি খাবার, ওষুধপত্র এবং সুরক্ষা দাবি করেও আদালতে আবেদন জানায় অভিযুক্ত। আদালতের তরফে শিজানকে জেলে বসে বাড়ির তৈরি খাবার খাওয়ার অনুমতি দেওয়া হয়েছে। পাশাপাশি শ্বাসকষ্টজনিত সমস্যার জেরে নির্দিষ্ট ওষুধ ব্যবহারের আবেদনেও স্বীকৃতি দেওয়া হয়েছে।
কেন জেলে বাড়তি নিরাপত্তা চেয়েছে শিজান? কীসের ভয় তাঁর? তুনিশার আইনজীবী জানান, আদালতে ‘লাভ জিহাদ'এর প্রসঙ্গ তুলে বাড়তি নিরাপত্তা চেয়ে বসেন অভিনেতা। কার থেকে ভয় পাচ্ছেন শিজান, সেই উত্তর তিনি বা তাঁর আইনজীবী দিতে পারবে বলে জানান তরুণ শর্মা।
গত ২৪শে ডিসেম্বর সোনি সব টিভির ধারাবাহিক ‘আলিবাবা-দাস্তান-এ-কবুল’-এর সেটে আত্মঘাতী হন ২০ বছরের এই অভিনেত্রী। তুনিশার মৃত্যুর পরদিনই নায়িকার মা, প্রাক্তন প্রেমিক শিজানের বিরুদ্ধে মেয়েকে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনেন। সেইদিনই পুলিশের হাতে গ্রেফতার হন তুনিশার সহ-অভিনেতা।
তদন্তে পুলিশের সঙ্গে সহযোগিতা করছে না শিজান, অভিযোগ তুনিশার পরিবারের। একাধিক চ্যাট ডিলিট করা হয়েছে শিজানের ফোন থেকে, সেগুলো উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। অন্যদিকে তুনিশার মায়ের অভিযোগ মেয়ে অ্যানসাইটি ডিসওর্ডারের শিকার জেনেও সম্পর্কে জড়িয়েছিল শিজান, মাঝপথে তুনিশার হাত ছেড়ে দেয় সে। শুধু তাই নয়, শিজান চড় মেরেছিল তুনিশাকে এমন বিস্ফোরক দাবিও করেছেন প্রয়াত অভিনেত্রীর মা।