আগামী ৫ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন বি-টাউনের ছোট পর্দার দুই তারকা সায়ন্তনী ঘোষ-অনুরাগ তিওয়ারি। আট বছর ধরে সম্পর্কে এই তারকা জুটি। অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দুজনে। কলকাতায় বসবে বিয়ের আসর, মুম্বই থেকে কলকাতায় উড়ে আসবেন বিয়ে করতে। বাঙালি রীতি মেনে অনুরাগের গলায় মালা দেবেন সায়ন্তনী। রিসেপশন পার্টি হবে জয়পুরে, শ্বশুরবাড়িতে।
বিয়ের দিন লাল টুকটুকে বেনারসিতে সেজে উঠবেন সায়ন্তনী। গা ভর্তি সোনার গয়না পরবেন। মুম্বইয়ের এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে অভিনেত্রী জানিয়েছেন, ‘লাল বেনারসি, সিঁদুর টিপ, চন্দনের কল্কা, চোখে চওড়া কাজলের টান, সোনার গয়না ছাড়া বাঙালি কনেকে মানায় নাকি?’ গত বছর অভিনেত্রীকে তাঁর ঠাকুমা ওঁনার বেনারসি দিয়ে গিয়েছিলেন। ওটা পরেই বিয়ের পিঁড়িতে বসবেন বলে জানিয়েছেন।
সম্পূর্ণ বাঙালি রীতি মেনে বিয়ের পিঁড়িতে বসবেন তিনি। পরিবার এবং ঘনিষ্ঠদের উপস্থিতিতে চারহাত এক হবে। বিয়ের মেনুতেও বাঙালি খাবার থাকবে বলে জানিয়েছেন। তবে কিছু থাকুক আর না থাকুক, অভিনেত্রী তাঁর মা'কে বলেছেন আইসক্রিম আর পান যেন থাকে। ওই দুটো পদ তাঁর চাইই। বিয়ে শেষ করে উঠে ওই দুটোই খেতে চান বলে তিনি মায়ের কাছে আবদার রেখেছেন। মুম্বইতেও একটি রিসেপশন পার্টির আয়োজন করবেন পরে, সেখানে তারকা বন্ধুরা আমন্ত্রিত থাকবেন বলে খবর।