অভিনেত্রী প্রিয়া মালাকার। 'গোয়েন্দা গিন্নি'র 'মিনি', 'ত্রিনয়নী'র 'কামিনী', তাঁকে এভাবেই চেনে টেলিপর্দার দর্শক। তবে অভিনেত্রী প্রিয়া মালাকারের এখন আরেকটা পরিচয়ও এখন আছে। তিনি এখন হাইকোর্টের আইনজীবী। সদ্য ওকালতি পাশ করে এই পেশার সঙ্গে যুক্ত হয়েছেন প্রিয়া। আর একথা প্রিয়ার সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বেশ বোঝা যায়।
হ্য়াঁ, ঠিকই শুনছেন অভিনেত্রী প্রিয়া মালাকার এখন কলকাতা হাইকোর্টের আইনজীবী। অনেক কম বয়সেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে পা রেখেছিলেন প্রিয়া। তাঁর বাবার ইচ্ছে ছিল তাঁর মেয়ে অভিনেত্রী হোক। আর সেভাবেই একদিন 'ডান্স বাংলা ডান্স' রিয়েলিটি শোয়ে অংশ নিয়েছিলেন প্রিয়া। পড়াশোনার পাশাপাশি ভালো নাচও করতেন প্রিয়া মালাকার। একদিন 'ডান্স বাংলা ডান্স'-এর অডিশনের জন্য বাবা-মায়ের সঙ্গে ভোরবেলা থেকে লাইনে দাঁড়িয়ে থেকেছেন প্রিয়া। তারপর 'ডান্স বাংলা ডান্স'-এ অংশ নেন প্রিয়া, পুরস্কারও জিতেছিলেন। দক্ষ নৃত্যশিল্পী হওয়ার কারণে অভিনয়ের সুযোগও পান প্রিয়া মালাকার। শুরু হয় তাঁর অভিনয় জীবন।
আরও পড়ুন-সত্যিই কি ব্রেন স্ট্রোক হয়েছে মিঠুন চক্রবর্তীর! বিবৃতিতে কী জানাচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষ?
আরও পড়ুন-শ্যুটিংয়ে খাবার দেখে লোভ সামলাতে পারলেন না মালাইকা, বিরিয়ানি তুলে খেতে শুরু করলেন ফারহা

অভিনেত্রী প্রিয়া মালাকার এখন আইনজীবী
কাজ শুরু করে পেয়েছিলেন ইতিবাচক-নেতিবাচক, সব ধরনেরই চরিত্র। সেসময় অভিনয়ের নামে অনেকেই প্রতারণার ফাঁদে পড়ছিলেন। তাঁদের উদ্দেশ্যে প্রিয়া জানিয়েছিলেন, ‘অভিনয় করতে গেলে কোথাও টাকা পয়সা দিতে হয় না। বরং অভিনয় করলে পারিশ্রমিক মেলে। তাই কেউ অভিনয়ে সুযোগ দেওয়ার নামে টাকা পয়সা চাইলে, সেই ফাঁদে পা দেবেন না।’
তবে অভিনয়ের পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যেতে চেয়েছিলেন প্রিয়া মালাকার। ওকালতি পাশ করে আইজীবী হতে চেয়েছিলেন। কিন্তু কেন? একথায় প্রিয়া টিভি9-কে জানিয়েছিলেন, সমাজের কারণেই তিনি আইজীবী হতে চান। কারণ, সমাজে অনেকেই কটূ কথা বলে। তাঁকেও শুনতে হয়েছিল 'মা-মেয়ে কোথা থেকে রাত কাটিয়ে এল!' তবে এত সহজে তিনি এতকিছু অর্জন করেননি। কষ্ট করতে হয়েছে তাঁকেও। শ্যুটিংয়ের বিরতিতে গাড়িতে বসে পড়াশোনা করেছেন প্রিয়া, তাই আজ তিনি এই জায়গায়।
প্রসঙ্গত, গত বছর অভিনেত্রী হিসাবে দিদি নম্বর ওয়ানেও হাজির হয়েছিলেন প্রিয়া। সেখানে সঞ্চালিকা রচনা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেল ছবি তুলে পোস্ট করতেও দেখা যায় তাঁকে। তবে বর্তমানে প্রিয়া আইজীবী পেশা বেছে নিয়েছেন বলে অভিনয় ছাড়ছেন কিনা সেটা অবশ্য স্পষ্ট নয়। খুব সম্ভবত, তিনি দুই পেশাই চালিয়ে যাবেন।