বাংলা নিউজ > বায়োস্কোপ > Sonu Nigam on Arijit Singh: 'ওর এই খ্যাতি প্রাপ্য', অরিজিতের অকুণ্ঠ প্রশংসা সোনুর, কোন ছবিতে শোনা যাবে তাঁদের ডুয়েট গান

Sonu Nigam on Arijit Singh: 'ওর এই খ্যাতি প্রাপ্য', অরিজিতের অকুণ্ঠ প্রশংসা সোনুর, কোন ছবিতে শোনা যাবে তাঁদের ডুয়েট গান

অরিজিতের অকুণ্ঠ প্রশংসা সোনুর

Sonu Nigam on Arijit Singh: অরিজিৎ সিংয়ের অকুণ্ঠ প্রশংসা সোনু নিগমের। বললেন আজ অরিজিৎ যে খ্যাতি পাচ্ছেন সেটা তিনি ডিসার্ভ করেন।

অরিজিৎ সিং এখন যাতেই হাত দেন তাতেই সোনা ফলে! তাঁর গাওয়া সব গানই সুপারহিট। জওয়ানের চালেয়া থেকে দশম অবতারের বাউন্ডুলে ঘুড়ি সবই দর্শকদের মন কেড়েছে। দেশ তো বটেই গোটা পৃথিবীর আনাচেকানাচে ছড়িয়ে আছে তাঁর অগুনতি ভক্ত। এবার সেই গায়কের অকুণ্ঠ প্রশংসা শোনা গেল সোনু নিগমের কণ্ঠে।

একটি সাক্ষাৎকারে অরিজিৎ সিংয়ের ভূয়সী প্রশংসা করেন সোনু। জানালেন আজ অরিজিৎ যা যা পাচ্ছেন সেসব কিছুই তিনি ডিসার্ভ করেন। তিনি আরও এগোবেন তাঁর কেরিয়ারে।

অরিজিৎ সিং প্রসঙ্গে সোনু নিগম

অরিজিৎ সিংকে নিয়ে একটি সাক্ষাৎকারে সোনু নিগমকে বলতে শোনা যায়, 'অরিজিৎকে নিয়ে যদি বলতে হয় এ সব কিছুই ওর প্রাপ্য। এগুলো ওর পাওয়ার কথাই। ওর মতো এত ভালো গায়ক, বহুদিন পর ইন্ডাস্ট্রিতে এল। আমি থাকি বা না থাকি, ও সামনে এগোবেই। কেরিয়ারে আরও অনেক দূর যাবে অরিজিৎ।'

এরপরই সেই সাক্ষাৎকারে গায়ককে জিজ্ঞেস করা হয় যে কখনও কি তাঁকে এবং অরিজিৎকে একত্রে কোনও গান গাইতে শোনা যাবে? উত্তরে তিনি বলেন, সৃজিত মুখোপাধ্যায়ের একটি বাংলা ছবিতে তাঁরা একটি গান গেয়েছেন। সোনুর কথায়, 'হ্যাঁ, একটা গান তো জলদিই মুক্তি পেতে চলেছে। কিন্তু আমি জানি না অরিজিৎ এখনও ওর অংশটা গেয়েছে কিনা। তবে এটা সৃজিত মুখোপাধ্যায়ের ছবির গান, বাংলা ছবিতে আমরা দুজন একটি হিন্দি গান গেয়েছি।' তবে কোন ছবি সেটা জানা যায়নি।

আরও পড়ুন: দাদাগিরি ১০-এর প্রথম দিনেই ‘নাটু নাটু’ গানে নাচ সৌরভের, দিলেন প্রতিযোগীর গুগলির উত্তর

আরও পড়ুন: বাউন্ডুলে ঘুড়ির মতোই সুরের আকাশে ম্যাজিক অরিজিৎ-শ্রেয়ার, মুক্তি পেল দশম অবতারের নতুন গান

এই পোস্টে অনেকে জানতে চেয়েছেন সেই ছবিটি কি দশম অবতার? উত্তরে জানানো হয়েছে যে না, দশম অবতার নয়, অন্য কিছু। কিন্তু কোন ছবি, সেটার নাম প্রকাশ্যে আনা হয়নি।

দশম অবতারের বাউন্ডুলে ঘুড়ি

৭ সেপ্টেম্বর মুক্তি পেল অরিজিৎ সিং এবং শ্রেয়া ঘোষালের গাওয়া বাউন্ডুলে ঘুড়ি। দশম অবতার ছবি এই গান কম্পোজ করেছেন অনুপম রায়। গানে অনির্বাণ ভট্টাচার্য এবং জয়া আহসানকে রোম্যান্স করতে দেখা যাচ্ছে। ৯০ দশকের সেই মিষ্টি মেলোডি এই গানের সুরে ধরা পড়েছে। আগামী ১৯ অক্টোবর মুক্তি পাচ্ছে দশম অবতার। অভিনয়ে থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, জয়া আহসান,যিশু সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য, প্রমুখ।

বায়োস্কোপ খবর

Latest News

ক্যানসারের ওষুধে, নিমকিতে কমছে জিএসটি, স্বাস্থ্য বিমা নিয়ে সিদ্ধান্ত কবে? মুম্বই থেকে সোজা লন্ডনে ছুট! রাস্তায় ছেলে কোলে অনুষ্কা, পাশে বিরাট, ব্যাপারটা কী বাবরদের চুনকাম করে ভারতে আসছে বাংলাদেশ, কেন সতর্ক থাকতে হবে, স্পষ্ট জানালেন গিল আগামিকাল ১০ সেপ্টেম্বরের রাশিফল আজই দেখে নিন! মেষ থেকে মীনের মধ্যে লাকি কারা? সোমবারের বহু প্রতীক্ষিত 'সুপ্রিম শুনানি'র পর আরজি কর-এ কোন সুর দিল্লিতে বাজি তৈরি, বিক্রি, ব্যবহার নিষিদ্ধ ১ জানুয়ারি ২০২৫ পর্যন্ত, কেন জানেন? 'টাকার কথা বলিনি' মিথ্যেবাদী মুখ্য়মন্ত্রী, মমতার ভিডিয়োতে প্রমাণ দিলেন শুভেন্দু 'আমার বাড়িতে তো আর পুজোর আলো জ্বলবে না', মমতার ‘উৎসবে ফেরা’-র ডাক শুনে বললেন মা ‘আমাদের আন্দোলনকে অসম্মান করা…কথাগুলো কষ্টের’, মমতার ‘উৎসব’ বার্তায় হতাশ কিঞ্জল বাপ্পার পছন্দের মোদক নয়, বাংলায় গণেশের জন্য বানানো হল ৫০০ কিলোর লাড্ডু!

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.