চন্দ্রমল্লিকা ফুলের বিকিনি বানিয়ে পরলেন উরফি! ‘উফ, ফুল তুলতে চাই’, বললেন নেটিজেন
1 মিনিটে পড়ুন . Updated: 17 Jun 2022, 05:36 PM IST- চর্চায় উরফির নতুন লুক!
ফের নতুন পোশাকে নেটমাধ্যমে হাজির উরফি জাভেদ। বরাবরই নিজের ফ্য়াশন স্টেটমেন্টের জন্য চর্চায় থাকেন তিনি। নেটিজনের ট্রোল, কটাক্ষ কোনও কিছুই গায়ে লাগান না উরফি। ওটিটি বিগ বস খ্যাত এই প্রতিযোগী লাইমলাইটে থাকেন নিজের কাটা-ফাটা পোশাকের জন্য।
সম্প্রতি নতুন একটি ভিডিয়ো নেটমাধ্যমে শেয়ার করেছেন উরফি। সেখানে চন্দ্রমল্লিকা ফুল দিয়ে বানানো বিকিনি পরতে দেখা গিয়েছে তাঁকে। উরফি মাখন ত্বক, আর হলুদ ফুলের বিকিনির ভিডিয়ো নেটদুনিয়ায় শেয়ার করতেই হু হু করে ভাইরাল।
চন্দ্রমল্লিকা ফুল দিয়ে তৈরি বিকিনি পরে ক্যামেরার সামনে বিভিন্ন পোজ দিয়েছেন এই সুন্দরী। ছক ভাঙাতেই যে তাঁর আনন্দ। এক দিন প্রায় বিনাপোশাকে তো পরেরদিনই একসঙ্গে দুটো প্যান্ট পরে দেখা মেলে তাঁর। কেউ হাসলেও, ভারি বয়েই গেল উরফির। আরও পড়ুন: উরফির বক্ষযুগল আকড়ে ধরে দুটো হাত, মাঝে গোল রিং! নেটিজেনের মন্তব্য, ‘লাকি হাত’
ভিডিয়ো শেয়ার করে উরফি জানিয়েছেন, নিজের রূপটান নিজেই করেছেন তিনি। পোশাক নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করতে ভালোবাসেন তিনি। বলিউডে কোনও কাজ না করলেও বলি নায়িকাদের থেকে কোনও অংশে জনপ্রিয়তায় পিছিয়ে নেই উরফি। কেউ কেউ তার প্রশংসা করেন, আবার কেউ কেউ তার স্টাইল একেবারেই পছন্দ করেন না।
উরফির পরনে এই পোশাক দেখে এক নেটিজেনের মন্তব্য, ‘উফ, ফুল তুলতে চাই’। অপর এক নেটিজেন লিখেছেন, ‘এ তো বাগান’। কেউ লিখেছেন, ‘এসব আবার কী?’