শ্রীময়ী ধারাবাহিকে নেতিবাচক চরিত্রে অভিনয় করে দারুণ সু (?) খ্যাতি অর্জন করেছিলেন উষসী চক্রবর্তী। যদিও তাঁকে তাঁর নামের বদলে সকলেই তাঁর চরিত্রের নাম দিয়ে চিনতেন। তিনি তাঁর অভিনয়ের দক্ষতা দিয়েই উষসী থেকে অচিরেই জুন আন্টি হয়ে উঠেছিলেন। তাঁর বলা 'মাসী' ডাক আজও জনপ্রিয়। এ হেন অভিনেত্রী আবারও ছোট পর্দায় ফিরছেন। তবে এবারও নেতিবাচক চরিত্রেই কি দেখা যাবে তাঁকে?
ছোটপর্দায় উষসীর কামব্যাক
তোমাদের রাণী ধারাবাহিকটি কিছু মাস হল শুরু হয়েছে। ইতিমধ্যেই দর্শকদের নজর কেড়েছে নবাগত অর্কপ্রভ এবং অভিকা মালাকারের রসায়ন। এখানে একজন খ্যাতনামা চিকিৎসক এবং হবু চিকিৎসকের গল্পের পাশাপাশি একজন মেয়ের জেদের কথাও তুলে ধরা হচ্ছে। সে কী করে একই সঙ্গে নিজের ডাক্তার হওয়ার স্বপ্নপূরণের পাশাপাশি সংসার এবং সন্তান মানুষ করবে সেটাই দেখা যাবে তোমাদের রাণী। ইতিমধ্যেই একটি ঝামেলার কারণে রাণী এবং দুর্জয়ের বিয়ে হয়ে গিয়েছে। এবার দেখা যাবে রাণীর ডাক্তার হয়ে ওঠার লড়াইয়ের গল্প।
আরও পড়ুন: 'কলকাতায় কেবল বাংলা গানই বাজবে' ভারত দক্ষিণ আফ্রিকার ম্যাচের পর দাবি বাংলা পক্ষের
আরও পড়ুন: তোয়ালে পরে মারপিট! 'টাইগার ৩'-এর অ্যাকশন দৃশ্য কীভাবে শুট করেছিলেন ক্যাটরিনা?
স্টার জলসার তরফে এই ধারাবাহিকের একটি নতুন প্রোমো প্রকাশ্যে আনা হয়েছে সেখানেই দেখা যাচ্ছে বিয়ের এক মাসের মধ্যে বাড়ির অমতে গিয়ে ডাক্তারি পরীক্ষার এন্ট্রান্স দিতে যায় রাণী। তখন মাঝপথে সে অজ্ঞান হয়ে যায়। জ্ঞান ভাঙে একটি হাসপাতালে। সেখানে ডাক্তারের বেশে দেখা মেলে উষসী চক্রবর্তীর। ফলে এটা স্পষ্ট যে তাঁকে এখানে ডাক্তারের বেশে দেখা যাবে। কিন্তু সেই চরিত্রটা কোন শেডের সেটা স্পষ্ট নয়। অর্থাৎ এখানেও তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন নাকি পজিটিভ চরিত্রে সেটা এখন বোঝা যাচ্ছে না। সময়ের সঙ্গে সঙ্গেই সেটা পরিষ্কার হবে।
তোমাদের রাণী ধারাবাহিকটি স্টার জলসায় সন্ধ্যা ৬টা থেকে সম্প্রচারিত হয়। এখন রাণী এবং দুর্জয়ের বিয়ের পর তাদের বৌভাতের আয়োজন দেখানো হচ্ছে এই ধারাবাহিকে।