প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে না বরুণ ধাওয়ান-জাহ্নবী কাপুর অভিনীত ছবি ‘বাওয়াল’। ছবি নিয়ে বড় সিদ্ধান্ত নিলেন নির্মাতারা। নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি মুক্তি পাবে OTT-প্ল্যার্টফর্মে। এদিকে এই ছবির মুক্তির দিন আগেই বদল করেছিলেন নির্মতারা। তবে আপাতত এই ছবির শ্য়ুটিং চলছে বলে খবর।
এদিকে সোমবারই আমাজন প্রাইম ভিডিয়োর তরফে 'বাওয়াল'-এর ফার্স্টলুক পোস্টার মুক্তি দেওয়া হয়। ক্য়াপশানে লেখা হয়, ‘বদলেগা সবকে দিলো কা হাল, কিউকি দুনিয়া ভরমে হোনেওয়ালা হ্যায় বাওয়াল। ইস জুলাই বনেগা মহল অ্যাজ বাওয়াল গোজ গ্লোবাল' অর্থাৎ, সকলের হৃদয় পরিবর্তন হবে কারণ সারা বিশ্বে হৈচৈ পড়ে যাবে। এই জুলাইতেই বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে বাওয়াল। প্রসঙ্গত, সাজিদ নাদিয়াদওয়ালা প্রযোজিত এবং নীতেশ তিওয়ারি পরিচালিত 'বাওয়াল' ছবিটি বিশ্বব্য়াপী ২০০টিরও বেশি দেশে দেখা যাবে বলে জানা যাচ্ছে।
আরও পড়ুন-জ্যাসমিন অতীত! বৃন্দাবনেই রাশিয়ান প্রেমিকাকে বিয়ে করছেন ‘শ্রীকৃষ্ণ’ অভিনেতা গৌরব
আরও পড়ুন-বজরংবলীর ভাষা শুনে দেশে লঙ্কাকাণ্ড! হুমকির মুখে চিত্রনাট্যকারকে নিরাপত্তা দেবে পুলিশ
আরও পড়ুন-'কখনও কোনও লবিতে ছিলাম না, তাই যৌন হেনস্থার ঘটনাতেও কাউকে পাশে পাইনি', ফের সরব স্বস্তিকা
আরও পড়ুন-‘রান্নাটা বিশেষ পারি না, তবে বাসন মাজতে বেশ ভালোবাসি’, অকপট স্বস্তিকা
'বাওয়াল'-এর ফার্স্ট লুক পোস্টারে ফার্স্ট লুক পোস্টারে দেখা গেছে বরুণ ও জাহ্নবীকে। ছবিতেই স্পষ্ট তাঁরা একে অপরের চোখে হারিয়ে গেছেন। জাহ্নবী সালোয়ার কুর্তায় দেখা গিয়েছে, আর তাঁর কানে ভারী দুল। আর বরুণকে একটি নীল শার্ট এবং ধূসর জ্যাকেটে দেখা যাচ্ছে।
ঘনিষ্ঠ সূত্রে জানা যাচ্ছে, 'বাওয়াল' ছবিটি তথাকথিত বাণিজ্যিক ছবির মতো নয়, কিছুটা অন্য ঘরানার। আর তাই নির্মাতার মনে করছেন এটি OTT-তে মুক্তির জন্যই উপযুক্ত। ছবি প্রসঙ্গে পরিচালক নীতেশও নিজের প্রযোজনা সংস্থা আর্থস্কাই পিকচার্সের অধীনে ছবিটির সহ-প্রযোজনা করছেন। তিনি বলেন, ‘দেশের তিনটি জায়গায় ও ইউরোপের পাঁচটি জায়গায় ছবির শ্যুটিং হয়েছে। বাওয়ালS একটা আকর্ষণীয় গল্প রয়েছে, নাটকীয় দৃশ্য রয়েছে। এখানে বরুণ ও জাহ্নবীর মধ্যে দারুণ একটা রসায়ন রয়েছে৷ আশা রাখি, প্রাইম ভিডিওর হাত ধরে বিশ্বব্যাপী ছবির প্রিমিয়ার হবে। দেশের গণ্ডি ছাড়িয়ে একাধিক দেশের মানুষ এই ছবি দেখতে পারবেন।'