২০২৩-এর ১৯ জুলাই, পুত্র সন্তানের মা হন ঈশিতা দত্ত, বাবা হয়েছিলেন বৎসল শেঠ। ছেলের নাম রেখেছিলেন বায়ু। ঈশিতা-বৎসলের সেই ছেলের বয়স এখন ৭ মাস। আপাতত ছেলেকে নিয়েই সুখে দিন কাটছে ঈশিতা-বৎসলের। ঈশিতা যেমন মায়ের দায়িত্ব পালন করছেন, বৎসলও বাবার দায়িত্ব থেকে ছেলেকে যতটা পারছেন সময় দিচ্ছেন।
সম্প্রতি ছেলে বায়ুকে ঘুম পাড়ানোর চেষ্টা করতে দেখা গেল বাবা বৎসলকে। আর সেটাও আবার বাংলা ঘুম পাড়ানি গান গেয়ে। হ্যাঁ, ঠিকই শুনছেন। ছেলে বায়ুকে কোলে নিয়ে 'দোল দোল দুলুনি, রাঙা মাথায় চিরুনি, বর আসবে যখনই, নিয়ে যাবে তখনই…' গাইতে শোনা গেল বৎসল শেঠকে। তবে এই ছড়ার শেষ দুটো লাইন নিজের মতো করে বদলে নিয়েছিলেন বৎসল। তবে শেষের দু'লাইনে সেটা আর তখন বাংলা ছিল না, মারোয়াড়ি, গুজরাটি ভাষা মিশ্রিত হয়ে যায়।
স্বামীর কাণ্ড দেখে না হেসে পারেননি বৎসল শেঠ। হেসে ফেলে বলে ওঠেন ‘এটা মারোয়াড়ি কীভাবে হয়ে গেল…’। বৎসলও তখন হাসতে হাসতে বলেন, ‘শুধু মাড়োয়াড়ি নয়, গুজরাতিও মিশে গিয়েছে।’ বৎসলের এই মুুহূর্তটি লেন্সবন্দি করে সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন 'দৃশ্যম' অভিনেত্রী বৎসল শেঠ। ক্যাপশানে লিখেছেন, ‘My Boys’।
আরও পড়ুন-শ্রীময়ীর সিঁথি সিঁদুরে রাঙিয়ে দিলেন কাঞ্চন, দেখুন বিয়ের পর প্রথম ছবি
চলতি বছরের জানুয়ারি মাসে ছেলের অন্নপ্রাশনেরও আয়োজন করেছিলেন ঈশিতা-বৎসল। আর তার পুরোটাই হয়েছিল বাঙালি রীতি মেনে। অনুষ্ঠানের উপস্থিত ছিলেন তাঁদের দুজনের পরিবারের সদস্যরা। সেই ছবি ও ভিডিয়োও পোস্ট করেছিলেন ঈশিতা। 'আজ মুখে ভাত' বাংলা গানের সঙ্গে অন্নপ্রাশনের ভিডিয়ো পোস্ট করেছিলেন ঈশিতা। সেই অনুষ্ঠানে উপস্থিত থাকতে দেখা গিয়েছিল ঈশিতার দিদি, প্রাক্তন অভিনেত্রী তনুশ্রী দত্তকেও।
জানা যায়, ‘রিস্তো কা সৌদাগর-বাজিগর’ ধারাবাহিকে কাজ করার সময় থেকেইঈশিতা আর বৎসলের প্রেমের শুরু হয়েছিল। তবে সেই সময় দুজনের কেউই সেই খবর সামনে আসতে দেননি। শোনা যায়, প্রযোজকের নিষেধাজ্ঞা ছিল। কেরিয়ারের ক্ষতি হতে পারে ভেবে চুপ ছিলেন দুজনেই। এরপর ২০১৭ সালে মুম্বইয়ে জুহুর ইস্কনের মন্দিরে বিয়ে করে ফেলেন ঈশিতা-বৎসল। খুব কাছের কিছু আত্মীয়, বন্ধু, নিয়ে হয়েছিল বিয়েটা। তবে বোনের বিয়েতে সেদিন আসতে পারেননি দিদি তনুশ্রী। পরে ফিরে সংবাদমাধ্যমকে তনুশ্রী জানিয়েছিলেন, ভিসার সমস্যার কারণেই তাঁর পক্ষে আসা সম্ভব হয়নি।
এরপর গত মার্চে (২০২৩) প্রথম একটি ছবি পোস্ট করে ঈশিতা এবং বৎসল, জানান যে তাঁরা বাবা-মা হতে চলেছেন। তারপর থেকে অন্তঃসত্ত্বা থাকাকালীন নানা আপডেট শেয়ার করে চলেছিলেন হবু মা-বাবা। আবশেষে প্রতীক্ষিত সেই দিন আসে জুলাই মাসের ১৯ তারিখ, দিনটা ছিল বুধবার। ছেলের নাম রেখেছিলেন বায়ু।