ক্যাটরিনা কাইফকে বিয়ের পর কেমন হয়েছে ভিকি কৌশলের জীবন? সম্প্রতি এক সাক্ষাৎকারে সেই নিয়ে মুখ খুলেছেন অভিনেতা। ভিকি জানিয়েছেন, তাঁরা পরস্পরের প্রশংসা করেন, পাশে থাকার চেষ্টা করেন। দু'জনের মধ্যে গভীত বন্ধন তৈরি হয়েছে।
বিয়ে তাঁর জীবনে কী প্রভাব ফেলেছেন? সম্প্রতি দ্য উইক-কে দেওয়া সাক্ষাৎকারে ভিকি বলেছেন, তাঁদের সম্পর্কের মূলে রয়েছে প্রশংসা। তাঁরা একে অপরকে উৎসাহ দেন, একে অপরকে আরও উন্নতির পথ দেখান। পরস্পরের প্রশংসা করেন।
অভিনেতা জানিয়েছেন, ‘আমরা যেমন ধরণের মানুষ পরস্পরকে সেই ভাবেই ভালোবাসি। আমাদের নতুনত্ব হল, কীভাবে আমরা একে অপরকে আরও উন্নতি পথ দেখাতে পারি। এখন আমরা বিবাহিত, সবথেকে বড় বিষয় হল সমস্তটাই আমাদের দুজনের উপর নির্ভর করে, একা আমার উপর নয়’।
ভিকির সাফ মন্তব্য, রান্না করাটা মোটেই তাঁর আয়ত্তের মধ্যের কাজ নয়। যদিও কোয়ারেন্টাইনে থাকার সময় তিনি চা বানানো, ডিম দিয়ে খুব সাধারণ রকমের খাবার তৈরি শিখেছেন, কারণ সেই সময় অনন্যান্য কাজ করার মতো কিছু ছিল না। তবে ভাই সানি কৌশল খুব ভালো রান্না করতে পারে, সেকথা জানিয়েছেন অভিনেতা।
ভিকি জানিয়েছেন, ‘ও (সানি কৌশল) আমার থেকে মাত্র এক বছর চার মাসের ছোট। তাই আমাদের মধ্যে বন্ধুর মতো সম্পর্ক। আমি কোনও পরামর্শ দিই না, ও নেয়ও না। আমরা অভিজ্ঞতা ভাগ করে নিই। ও আমার থেকে বেশি বুদ্ধিমান এবং শান্ত’।
অভিনেতা ফাঁস করেছেন, বাড়িতে কী ধরণের খাবার খান তাঁরা। যেখানে বেশিরভাগ সময় শাক-সবজি খেতে পছন্দ করেন ক্যাটরিনা, তিনি কিন্তু নানা রকমের খাবার বেছে নেন। ভিকি জানিয়েছেন, ‘খাবারের ক্ষেত্রে ও (ক্যাটরিনা) আমার থেকে বেশি শাক-সবজি খায়। ও খুব সাধারণ খাবার খেতে পছন্দ করে। খুব কমই ওকে ছোলা ভাতুরা খেতে দেখা যায়। কিন্তু আমি তো কব্জি ডুবিয়ে খাই। ক্যাটরিনা বাড়িতে থাকলে মা খুব খুশি হয়, সবসময় বলেন, দুই ছেলেকে খুব ছোট থাকতে করলা খাওয়ানোর চেষ্টা করেন তিনি। বিন নানা ধরণের সব্জি খাওয়ানোর চেষ্টা করেন। তবে এখন তাঁর ছেলে বউ সেগুলি রোজ খায়। এগুলোই আসলে ওর প্রধান খাবার। ও প্যানকেক খেতে খুব ভালোবাসে। আমরা খুব সাধারণ দম্পতি, পেশার খাতিরে আমারা আসলে লাইমলাইটে থাকি’।
২০২১ সালে রাজস্থানে চার হাত এক হয়েছিল ভিকি-ক্যাটরিনা। আগামীতে ‘ছাবা’ ছবিতে দেখা যাবে অভিনেতাকে।