গুজরাটে ধুমধাম করে চলেছে অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক বিবাহ অনুষ্ঠান। গত ১-৩ মার্চ পর্যন্ত একটার পর একটা চোখ ধাঁধানো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে একটি বিশেষ পারফরমেন্স দেন অনন্ত এবং রাধিকা। শাহরুখের একটি বিখ্যাত রোম্যান্টিক সংলাপ এদিন অনন্তকে বলে শোনান রাধিকা। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে।
রাধিকার মুখে শাহরুখের সংলাপ
সম্প্রতি রাধিকা অনন্তের জন্য শাহরুখের একটি রোম্যান্টিক সংলাপ বলে শোনান। সেই ভিডিয়ো ভাইরাল হয়েছে। সেখানে তাঁদের একে অন্যের চোখে প্রায় ডুবে যেতে দেখা গিয়েছে।
আরও পড়ুন: পরিবারের ওপর নজরদারির জন্য নয়া পন্থা অবলম্বন করেছেন জয়া বচ্চন, ফাঁস করলেন মেয়ে শ্বেতা
ভিডিয়োতে দেখা যাচ্ছে শাহরুখের সঙ্গে মঞ্চে উঠেছেন অনন্ত এবং রাধিকা। কিং খানের উপস্থিতিতে গোটা আবহ যেন অতিরিক্ত রোম্যান্টিকতায় ভরে যায়। আর এমন আবহেই শাহরুখের সেই বিখ্যাত সংলাপ বলে শোনান। ওম শান্তি ওম ছবির 'ইতনি শিদ্দত সে ম্যায়নে তুঝে পানে কী কোশিশ কী হ্যায়, জাররে জাররে নে মুঝে তুমসে মিলানে কী সাজিশ কী হ্যায়' বলে শোনান। হবু স্ত্রীর মুখে এই সংলাপ শুনে মুগ্ধ হয়ে যান অনন্ত। তিনি এসে রাধিকাকে জড়িয়ে ধরেন, তারপর তাঁর হাতে চুমু খান। আনন্দে চিৎকার করে ওঠেন খোদ শাহরুখ খান।
শাহরুখ অনন্তের গডফাদার
অনন্ত রাধিকার প্রায় সপ্তাহখানেক ধরে চলা প্রাক বিবাহ অনুষ্ঠানের একটি অনুষ্ঠানে মুকেশ আম্বানি তাঁর স্ত্রী নীতা আম্বানির সঙ্গে মঞ্চে উঠেছিলেন কিছু কথা বলতে। সেখানে তিনি জানান যে ছোট ছেলে অনন্তের একজন গডফাদার আছেন। তিনি আবার একজন বলিউড তারকা। মুকেশ আম্বানির কথায়, 'অনন্ত যখন ছোট ছিল তখন থেকেই ওর একজন গডফাদার আছে।' এরপর তিনি তাঁর বেটার হাফ নীতা আম্বানিকে বলেন তাঁর পরিচয় দিতে। কিন্তু নীতা বুঝেই উঠতে পারেন না কে এই গডফাদার। তিনি যখন থই খুঁজে না পেয়ে স্বামীর কানে কানে কথা বলতে শুরু করেন তখন দর্শকরা চেঁচিয়ে বলেন 'গডফাদার স্টেজে আসুক।' এরপর শাহরুখকে হাসিমুখে স্টেজে উঠতে দেখা যায়।
অনন্ত রাধিকার বিয়ে
১ মার্চ থেকে গুজরাটের জামনগরে শুরু হয়েছে রাধিকা এবং অনন্তের প্রাক বিবাহ অনুষ্ঠান। শেষ হবে ৩ মার্চ। তাঁদের এই অনুষ্ঠানে দেশে, বিদেশের বহু শিল্পী, তারকারা এসেছেন। গান গেয়ে তাক লাগিয়েছেন রিহানা। নাচতে দেখা যায় শাহরুখ খান, সলমন খান, আমির খানকে। ধোনি সহ অমিতাভ বচ্চন, প্রমুখকেও দেখা যায় এই অনুষ্ঠানে। মেয়ে রাহাকে নিয়ে এসেছিলেন রণবীর আলিয়াও। শেষদিনের অনুষ্ঠানের গান গান শ্রেয়া ঘোষাল, অরিজিতও।