বাংলা নিউজ > বায়োস্কোপ > চার বছর পর রুপোলি পর্দায় কামব্যাক! 'নিয়ত'-এ গোয়েন্দার ভূমিকায় বিদ্যা বালান

চার বছর পর রুপোলি পর্দায় কামব্যাক! 'নিয়ত'-এ গোয়েন্দার ভূমিকায় বিদ্যা বালান

এবার গোয়েন্দা চরিত্রে বিদ্যা বালান 

Vidya Balan's look as detective in Neeyat: ববি জাসুস-এর পর ফের একবার রুপোলি পর্দায় ফুটে উঠবে বিদ্যার গোয়েন্দাগিরি। প্রকাশ্যে অনু মেননের ‘নিয়ত’-এর ফার্স্ট লুক।

চার বছরের অপেক্ষা শেষে রুপোলি পর্দায় ফিরছেন বিদ্যা বালান। এবার গোয়েন্দা চরিত্রে দেখা মিলবে বলিউডের এই দুঁদে অভিনেত্রীর। ছবির নাম ‘নিয়ত’ (Neeyat)। অন্নু মেনন পরিচালিত এই ছবিতে খুনের রহস্যের কিনারা করবেন সত্যসন্ধানী বিদ্যা। নায়িকার শেষ থিয়েট্রিকাল রিলিজ ছিল ‘মিশন মঙ্গল’। এরপর ওটিটি প্ল্যাটফর্মে তাঁর একাধিক ছবি মুক্তি পেয়েছে ঠিকই, তবে সেভাবে দাগ কাটতে পারেননি ‘শেরনি’ বিদ্যা।

ছবিতে ছা-পোষা লুকেই পাওয়া গেল বিদ্যাকে। সবুজ শার্ট, মেরুন রঙা সোয়েটার আর বাদামী রঙা ওভারকোটে দেখা মিলল বিদ্যার। কপালের কাছে চুল ছোট করে ছাঁটা, একটি আয়নার ঘা ঘেঁষে দাঁড়িয়ে রয়েছেন অভিনেত্রী। সেই আয়নায় ধরা পড়ছে সম্ভাব্য অপরাধীর প্রতিফলন। বিদ্যার পিছনে রয়েছে বইয়ের তাক। যাতে সারি দিয়ে সাজানো বই।

নিয়তের ফার্স্ট লুক অনেকেই আগাথা ক্রিস্টি রচিত মার্ডার মিস্ট্রির কথা মনে করাচ্ছে। গোয়েন্দারূপী বিদ্যা এবং তাঁর আতস কাচের নীচে থাকা সম্ভাব্য অপরাধীদের সাজপোশাক থেকে রুমের আবহ, সবের মধ্যেই আগাথা ক্রিস্টির লেখনীর সুর বাঁধা রয়েছে তা অস্বীকার করার জো নেই!

এর আগে ‘ববি জাসুস’ (২০১৪)- ছবিতে গোয়েন্দা চরিত্রে আমরা দেখেছি বিদ্যাকে। বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল এই ছবি। এর বাইরেও পর্দায় একাধিকবার সত্য অনুসন্ধান করতে দেখা গিয়েছে বিদ্যাকে। কখনও সুজয় ঘোষের ‘কাহানি’ আবার কখনও রিভু দাশগুপ্তের ‘তিন’ ছবিতে।

এই ছবিতে বিদ্যার পাশাপাশি দেখা মিলবে রাম কাপুর, রাহুল বোস, নীরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী, নিক্কি ওয়ালিয়া, দীপান্বিতা শর্মা, প্রজক্তা কোলি, দানেশ রাজভির মতো অভিনেতাদের। অনু মেননের সঙ্গেই নিয়তের চিত্রনাট্য লিখেছেন প্রিয়া ভেঙ্কটরামন, অদ্বৈতা কালা এবং গির্বাণী ধ্যানী। কোটিপতির বাড়ির পার্টিতে হবে খুন, সেই রহস্যের কিনারায় বিদ্য়া বালান।

আরও পড়ুন-‘নিজেকে চিমটি কাটছি, স্বপ্ন সত্যি হয়’, ব্রিটিশ পার্লামেন্টের স্বীকৃতি হাতে করণ

করোনা পরবর্তী সময়ে প্রথমবার সিনেমাহলে মুক্তি পাবে বিদ্যা বালানের ছবি। জগন শক্তির সাই-ফাই ছবি ‘মিশন মঙ্গল’-এ অক্ষয়, সোনাক্ষীদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছিলেন বিদ্যা। যদিও তাঁর শেষ সোলো-রিলিজ ছিল ‘তুমারি সুলু’, যা মুক্তি পেয়েছিল ২০১৭ সালে। করোনাকাল ও তার পরে কেবলমাত্র ওটিটি প্ল্যাটফর্মেই মুক্তি পেয়েছে বিদ্যার ছবি। যার মধ্যে রয়েছে, ‘শকুন্তলা দেবী’, ‘জলসা’, ‘শেরনি’র মতো ছবি। আগামী ৭ই জুলাই বক্স অফিসে মুক্তি পেতে চলেছে ‘নিয়ত’। 

 

বায়োস্কোপ খবর

Latest News

LIVE: RG কর কাণ্ডে কতজন অভিযুক্ত? আজ সুপ্রিম কোর্টে জানাবে CBI? নজর সেদিকেই RG Kar নিয়ে ‘উৎসব বন্ধ’র ডাক!এর মাঝে TMC-র শ্রেয়া পাণ্ডর গণেশ পুজোয় দেব-রুক্মিণী 'পছন্দ হল?' হংকংয়ে পুরুষ নার্সের গোপনাঙ্গ ছোঁয়ার চেষ্টার অভিযোগ সন্দীপের নামে DPL T20 চ্যাম্পিয়ন ইস্ট দিল্লি রাইডার্স!রুদ্ধশ্বাস ফাইনালে দঃ দিল্লি হারল ৩ রানে প্রথম অভিযোগ এনেছিলেন তিনিই, অরিন্দম সাসপেন্ড হতেই রূপাঞ্জনা বললেন, ‘দরকারে…’ ‘‌গোটা দেশ এই ঘটনায় উদ্বিগ্ন’‌, আরজি কর হাসপাতাল কাণ্ডে মুখ খুললেন মোহন ভাগবত ছুটে আসছে ট্রেন, রেল লাইনে রাখা গ্যাস সিলিন্ডার! পরিকল্পনা করে ‘দুর্ঘটনার ছক’ আজ জিতলেই ম্যানোলোর কোচিংয়ে প্রথম Intercontinental Cup জিতবে ভারত, সামনে সিরিয়া… ৫১টি স্কুলের প্রাক্তনীরা আরজি করের বিচারের দাবিতে গেলেন গড়িয়াহাট থেকে রাসবিহারী 'মেয়ে বাড়ি ফিরুক, চান তো?', ‘প্রশ্নফাঁস’ নিয়ে বলায় MBBS কলেজের অধ্যক্ষকে হুমকি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.