একটা সময় বলি-সুন্দরী দীপিকা পাড়ুকোনের সঙ্গে নাম জড়িয়েছিল সিদ্ধার্থ মালিয়ার। বর্তমান বলিউডের সবচেয়ে দামী অভিনেত্রী নাকি মন দিয়ে বসেছিলেন ঋণখেলাপি মামলায় পলাতক বিজয় মালিয়া পুত্র তাঁর রঙিন জীবনের জন্য সবসময়ই থেকেছেন চর্চায়। উৎসবের মরসুমেই নতুন ইনিংস শুরু করলেন সিদ্ধার্থ মালিয়া।
গার্লফ্রেন্ড জ্যাসমিনের সঙ্গে আংটি বদল সারলেন সিদ্ধার্থ। ৩১শে অক্টোবর ছিল হ্য়ালোইন। আর হ্যালোইনের পার্টিতেই প্রেমিকাকে বিয়ের প্রস্তাব দিলেন সিদ্ধার্থ। ফিল্ম কায়দায় হাঁটু মুড়ে বসে বসে জ্যাসমিনকে ‘উইল ইউ ম্যারি মি?’ প্রশ্ন করেন বিজয়-পুত্র। সম্মতি মিলতেই সুবিশাল হিরের আংটি পরিয়ে দিলেন জ্যাসমিনের অনামিকায়। সেই ছবি বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
এদিন ইনস্টাগ্রামে এনগেজমেন্টের সেই ছবি শেয়ার করে নিয়েছেন সিদ্ধার্থ। ছবিতে কুমড়োর মতো সাজে পাওয়া গেল সিদ্ধার্থ মালিয়াকে। অন্যদিকে ডাইনি-র সাজে সেজেছিলেন জ্যাসমিন। প্রথম ছবিতে সিদ্ধার্থকে পাওয়া গেল হাঁটু মুড়ে বসে, অন্য ছবিতে নিজের হিরের আংটি ফ্লন্ট করতে দেখা গেল জ্যাসমিনকে।' ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলসে জ্যাসমিনকে বিয়ের প্রস্তাব দেন সিদ্ধার্থ।
বাগদানের ছবি পোস্ট করে সিদ্ধার্থ লেখেন, ‘আমার মনে হয় আমরা আজীবন এইভাবেই জুড়ে থাকব। অনেক ভালোবাসি তোমাকে জ্যাসমিন…’। সিদ্ধার্থের পোস্টে অভিনন্দন বার্তা জানান হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান, সলমনের বোন অর্পিতা খান শর্মা।
সোশ্যাল মিডিয়ায় নিজেদের প্রেম নিয়ে অকপট বিজয়। জ্যাকসিনের সঙ্গে হামেশাই লাভি ডাভি পোস্ট করতে দেখা যায় তাঁকে। বাবার অগাধ সম্পত্তির মালিক সিদ্ধার্থ। মালিয়া তার ছেলে সিদ্ধার্থ এবং কন্যা লীনা এবং তানিয়াকে প্রায় ৪কোটি ডলার দিয়েছিলেন। এর বাইরে নিজেকে লেখক এবং অভিনেতা হিসাবে পরিচয় দেন সিদ্ধার্থ।