বাংলা নিউজ > বায়োস্কোপ > MasterChef India Update: মাস্টারশেফে দ্যুতির 'কবিতাময় পটল প্ল্যাটার' চেখে বাক্যহারা বিকাশ খান্না

MasterChef India Update: মাস্টারশেফে দ্যুতির 'কবিতাময় পটল প্ল্যাটার' চেখে বাক্যহারা বিকাশ খান্না

মাস্টারশেফে দ্যুতির 'কবিতাময় পটল প্ল্যাটার'

MasterChef India Update: পটল দিয়েই বাজিমাত! পটলের বাহারি পদই সেরা ১৬-তে পৌঁছে দিল বঙ্গতনয়াকে। তাঁর তৈরি খাবার খেয়ে মুগ্ধ হয়ে যান বিকাশ খান্না। কী বললেন তিনি?

বাজারের অতি পরিচিত এবং বারোমাসি সবজি হল পটল। কিন্তু রোজ এই এক সবজি খেতে অনেকেই পছন্দ করেন না। দেখলেই নাক সিঁটকান। অথচ এই আমাদের বাংলাতেই পটল দিয়ে কত ভালো ভালো পদ রয়েছে। এই পদ যাঁরা একবার খেয়েছেন তাঁদের মুখে সেটা লেগে রয়েছে। কী নেই তাতে পটলের দোলমা থেকে পটলের খোসা বাটা, পটল পোস্ত, পটল ভাজা, ইত্যাদি! আর এবার বাংলার এই বাহারি পদগুলোকেই জাতীয় টেলিভিশনের পর্দায় পৌঁছে দিলেন বাংলার দ্যুতি বন্দ্যোপাধ্যায়।

মাস্টারশেফ ইন্ডিয়ায় সেরা ১৬-তে যাওয়ার লড়াইয়ের জন্য দ্যুতি এদিন ‘পোয়েট্রি উইথ পটল প্ল্যাটার' বানিয়েছিলেন। সেখানে তিনি পটল দিয়ে তৈরি নানা পদ রেখেছিলেন। তাতে ছিল পটলের দোলমা, পোস্ত পটল, সঙ্গে ছিল পটলের খোসা বাটা। এই তিনটি পদ যেমন তিনি আলাদা আলাদা করে সাজিয়ে রেখেছিলেন তেমনই তিনি সেগুলো দিয়ে তিনভাগে ভাত মেখে একসঙ্গে সেটাকে সাজিয়ে পরিবেশন করেন।

দ্যুতির এই এনার্জি আর পরিবেশন দেখে ভীষণ খুশি হন বিকাশ খান্না। তিনি বলেন, 'আপনি আপনার রান্নায় অনেক কিছু ব্যবহার করেছেন এবং রেখেছেন। তাতে যেমন টক পদ আছে, তেমনই আছে ঝাল।' বঙ্গতনয়ার প্রশংসা করে তিনি বলেন, এই প্ল্যাটারটি একটি 'জিনিয়াস ক্রিয়েশন।' আর এই খাবারের হাত ধরেই তিনি এদিন মাস্টারশেফ ইন্ডিয়ার সেরা ১৬তে জায়গা করে নেন।

ভাবুন আমরা যাঁরা অনেকেই পটল দেখে বলে দিই খাব না সেই পটল এবং তার রেসিপি কতটা উপাদেয় হতে পারে যে একাধিক খাবারকে হারিয়ে সেরা ১৬তে জায়গা করে নেওয়ার ক্ষমতা রাখে।

এই বিশেষ পর্বটি ৬ জানুয়ারি দেখানো হয় সোনি টিভি চ্যানেলে। প্রতি সোমবার থেকে শুক্রবার পর্যন্ত এই কুকিং রিয়েলিটি শোটি দেখা যায় উল্লিখিত চ্যানেলে। গত ২ জানুয়ারি থেকে এই শো শুরু হয়েছে। বিচারক হিসেবে রয়েছেন বিকাশ খান্না, রণবীর ব্রার এবং গরিমা আরোরা।

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

আকাশে উড়তেই বোঝা গেল বড় বিপদ! কলকাতগামী এয়ার ইন্ডিয়ার বিমান ফিরল দিল্লিতে 'গানের গলা অতটাও ভালো না…’ আলিয়ার গান গাওয়া নিয়ে কেন এমন বললেন করিনা? 'লাভ অ্যান্ড ওয়ার' কি সঙ্গমের রিমেক? এই প্রসঙ্গে মুখ খুললেন সঞ্জয় লীলা বানসালী দো পাত্তি: 'লেডি সিংঘম’ কাজল, ডবল রোলে কৃতি; শাহিরকে নিয়ে টানাটানি দুই যমজ বোনের 'যখন রতন টাটা বলেছিলেন এক লাখ টাকার ন্যানো বানাবো তখন, নীরবতা ভাঙলেন নীরা রাদিয়া ব্যাটার নাকি বোলার! ক্রিকেটে কাদের ভূমিকা বেশি? যুক্তি দিয়ে বোঝালেন গম্ভীর নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করতে গিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা, তনিমা সেন বললেন… মঙ্গলে শক্তি বাড়বে নিম্নচাপের, বৃষ্টি চলবে বাংলা, প্রবল বর্ষণ ও ঝড় হবে কোথায়? মহাকাশেই ভিন্ন হবে উপগ্রহের যন্ত্রাংশ, জোড়াও লাগবে মহাশূন্যে, প্রস্তুত ইসরো ‘ভয় পাচ্ছেন মমতা…’ কার্নিভাল বয়কট বিজেপির, জামিন পেয়ে যেত সঞ্জয়, দাবি শুভেন্দুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.