'ওয়ার' ব্লকবাস্টার। তাই হৃত্বিক রোশনের 'ওয়ার-২' নিয়ে সিনেমাপ্রেমীদের আলাদা উন্মাদনা থাকবে সেটাই স্বাভাবিক। তার উপর এই ছবিতেই যখন প্রথমবার একফ্রেমে ধরা দিতে চলেছেন হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর। ইতিমধ্য়েই শুরু হয়েছে এই ছবির শ্যুটিং। তবে ছবির শ্যুটিং শুরুর কয়েকদিনের মধ্যেই নেটদুনিয়ায় ফাঁস হল হৃত্বিক রোশন-জুনিয়ার এনটিআর-এর লুক।
মাত্র কয়েক সপ্তাহ হল এই অ্যাকশন প্যাকড ছবি 'ওয়ার-২'র শ্যুটিং শুরু হয়েছে। সেই ছবির সেটেই ব্ল্যাক কফি হাতে দেখা গিয়েছে হৃত্বিককে। তাঁর পরনে ছিল সাদা ফুলহাতা,গলাবন্ধ টি-শার্ট, তার উপর কালো জ্যাকেট। ছোট করে কাটা হৃত্বিকের চুল। এই ছবিতে নায়ক তিনিই। অন্যদিকে ছবির ভিলেন জুনিয়ার NTR-কে দেখা গেল কালো টি-শার্ট আর কার্গো প্যান্টে। তাঁদের দেখে একটা কথা স্পষ্ট, শ্যুটিংয়ের ফাঁকে বিরতির সময়ই লেন্সবন্দি হয়েছেন তাঁরা।
ছবির সেট থেকে নেট দুনিয়ায় হৃত্বিক রোশন ও জুনিয়ার এনটিআর এর 'ওয়ার-২' লুক ফাঁস হলেও এখনও পর্যন্ত নির্মাতারা এই ছবির কোনওকিছুই প্রকাশ্যে আনেননি। মাঝে মধ্যেই এই ছবির বিষয়ে নানা তথ্য প্রকাশ্যে আসছে।
বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানা যায় হৃতিক রোশন এবং জুনিয়র এনটিআর দুজনে একসঙ্গে একই সময় এই ছবির শ্যুটিংয়ের জন্য জন্য সময় দিয়েছেন। যশরাজ স্পাইভার্সের এই ছবিটির জন্য তাঁরা একসঙ্গে ৬০ দিন সময় দিয়েছেন। তার মধ্যেই ওয়ার ২ এর অধিকাংশ পার্ট শ্যুট করা হবে।
২০১৯ সালে মুক্তি পেয়েছিল ‘ওয়ার’। যে ছবিটি সেটা বক্স অফিসে ছিল সুপার হিট। ছবিতে ছিল ধুন্ধুমার অ্যাকশন। তবে শোনা যাচ্ছে ওয়ার-২ আরও বেশি অ্যাকশন প্যাকড ছবি হতে চলেছে। এই ছবি অধিকাংশ শ্যুটিংই হবে মুম্বইয়ের স্টুডিয়োতে। ৭ মার্চ থেকে মুম্বইতে ওয়ার ২ শ্যুট শুরু হয়েছে। চলতি (২০২৪) বছরের জুন মাসের মধ্যেই এই ছবির শ্যুটিং শেষ হওয়ার কথা।