প্রেম তাঁর জীবনে কড়া নেড়েছিল ঠিক এক বছর আগে। বন্ধুত্ব থেকে প্রেমের সম্পর্ক, তারই এক বছর পূর্তির দিনে আবেগঘন অভিনেত্রী অনন্যা গুহ। সিরয়ালপ্রেমীদের কাছে তিনি কখনও ‘মুন্নি’, কখনও আবার ‘পিঙ্কি ভাবি', কখনও তুঁতের 'ছোট ম্যাডাম'। বাংলা টেলিভিশনের অতি পরিচিত মুখ অনন্যা। কৃষ্ণকলি সিরিয়ালের মুন্নি হিসাবে দর্শক মনে জায়গা তৈরি করেছেন তিনি। নিজের প্রেমের সম্পর্ক নিয়ে কোনওদিনই রাখঢাক নেই তাঁর। সোশ্যালে প্রেমিকের সঙ্গে হামেশাই আদুরে ছবি-ভিডিয়ো পোস্ট করে থাকেন। অভিনেতা তথা সমাজ মাধ্যম প্রভাবী সুকান্ত কুন্ডুর সঙ্গে সম্পর্কে রয়েছেন অনন্যা।
‘লাভ অ্যানিভারসারি’র দিন সুকান্তর সঙ্গে কাটানো ১০টি বিশেষ দিনের খাস মুহূর্ত শেয়ার করে নেন অনন্যা। বয়ফ্রেন্ডের উদ্দেশে অনন্যা লেখেন, ‘তোমার সঙ্গে কাটানো সেরা ১০টি দিনের স্মৃতি রইল! যদিও তোমার সঙ্গে কাটানো সব মুহূরগুলোই স্মরণীয়। আমার স্বপ্নগুলো সত্য়ি করে তোলার জন্য ধন্যবাদ। আমাদের (সম্পর্কের) বয়স এখন এক বছর!’
প্রেমিকের সঙ্গে কাটানো কিছু আদুরে মুহূর্ত সকলের সঙ্গে ভাগ করে নিলেন অভিনেত্রী। ছবির কমেন্ট বক্সে সুকান্ত লেখেন, ‘মনে হচ্ছে একটা যুগ পেরিয়ে গেল! কতকিছু একসঙ্গে করেছি, আবার কত্ত কী করা বাকি রয়েছে’। এই বিশেষ দিনে প্রেমিকাকে আদুরে উপহার দিতে ভোলেননি সুকান্ত। একটি লাল গোলাপ অনন্য়ার হাতে তুলে দেন সুকান্ত।
চলতি বছরের গোড়া থেকেই অনন্যা-সুকান্তর প্রেমের গুঞ্জন রটেছিল টেলিপাড়ায়। দুজনের সোশ্যাল মিডিয়া পিডিএ হামেশাই নজর কাড়ত, অবশেষে জুলাই মাসে তাঁরা প্রকাশ্যে আনেন নিজেদের সম্পর্কের সমীকরণ। অনন্যা-সুকান্তর ছবিগুচ্ছে ভালোবাসার চিহ্ন এঁকেছেন অনুরাগীরা। একজন লেখেন, ‘তোমাদের দুর্দান্ত লাগছে’। অপর একজন লেখেন, ‘রব নে বানাদি জোড়ি’।
‘মিঠাই’ সিরিয়ালের পিঙ্কি ভাবি অবশেষে নিজের রিয়েল লাইফ স্যান্ডির খোঁজ পেয়েছেন। চলতি বছরের গোড়াতেই উচ্চ মাধ্যমিক পাশ করেছেন অনন্যা। ভর্তি হয়েছেন কলেজে। অভিনয়, প্রেম এবং পড়াশোনা—সবটাই সমানতালে সামলাচ্ছেন তিনি। এই মুহূর্তে ‘তুঁতে’ এবং ‘কমলা ও শ্রীমান পথ্বীরাজ’ সিরিয়ালে দেখা যাচ্ছে অনন্যাকে।