বাংলাদেশের জনপ্রিয় নায়িকা তিনি। নাম মাহিয়া মাহি। তবে রাকিব সরকারকে বিয়ে করার পর একসময় অভিনয় থেকে বিরতি নিয়েছিলেন মাহিয়া মাহি। তবে সম্প্রতি রাকিব সরকারের সঙ্গে বিবাহ-বিচ্ছেদ হয়েছে মাহির। তারপর থেকে ছেলেকে নিয়ে একাই থাকছেন। ছেলেকে বড় করতে আবারও অভিনয় দুনিয়ায় ফেরার কথাও জানিয়েছেন মাহি।
ব্যক্তিগত জীবন নিয়ে চর্চার মাঝেই সম্প্রতি বাংলাদেশের ভালুকাতে একটা সংবর্ধনা অনুষ্ঠানে হাজির হয়েছিলেন মাহি। মঞ্চে উঠে উপস্থিত দর্শকদের উদ্দেশ্যে মাহির প্রশ্ন ছিল, ‘আমাকে আপনারা চেনেন কি? কী নাম আমার?’ ঠিক তখনই উপস্থিত দর্শকদের মধ্যে কেউ কেউ 'মাহিয়া মাহি' বলে চিকিৎকার করে উঠেন। আবার অনেকেই নেহাতই মজা করে 'ট্রাক ট্রাক' বলে চিৎকার করতে থাকেন। আর তখনই মাহিয়া বলেন, ‘ট্রাকই এখন আমার পরিচয় হয়ে গিয়েছে। ট্রাক চিহ্নে নির্বাচনে লড়তে গিয়ে আমার নামটাও ট্রাক হয়ে গিয়েছে।’
প্রসঙ্গত, ২০২৩-এ বাংলাদেশের বিগত দ্বাদশ জাতীয় নির্বাচনে রাজশাহী -১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ট্রাক চিহ্নে লড়ছিলেন মাহিয়া মাহি। যদিও নির্বাচনে বিপুল ভোটে তাঁর হার হয়। তবে ভোটে হারলেও ট্রাক-ই যেন মাহিয়া মাহির পরিচয় হয়ে উঠেছে। এদিকে আবার বহুদিন হল গ্ল্যামার ওয়ার্ল্ড থেকেও দূরে রয়েছেন মাহি। বহুদিন পর বাংলাদেশের ভালুকার ওই সংবর্ধনা অনুষ্ঠানে তিনি হাজির হয়েছিলেন।
এদিকে শীঘ্রই অভিনয় দুনিয়াতেও ফিরছেন তিনি। এবিষয়ে সম্প্রতি বাংলাদেশের এক সংবাদমাধ্যমকে মাহিয়া মাহি বলেন, ‘অনেক ভালো ছবির প্রস্তাব আমার কাছে ছিল। নামী নির্মাতা, বড় প্রযোজনা সংস্থাও আমার সঙ্গে কাজ করতে চেয়েছে। আমি রাজি থাকলে অন্তত কম করে হলেও ৫টা ভালো ছবি করতে পারতাম। তবে সেটা আর করিনি। কিছু না ভেবেই সবাইকে ফিরিয়ে দিয়েছি। তবে এখন ঘোর বাস্তবে ফিরেছি। ভালো প্রস্তাব পেলে আর ফিরিয়ে দেব না। একের পর এক কাজ করতে চাই।’
এদিকে মাহিয়া মাহির সঙ্গে সম্প্রতি বিয়ে ভাঙার বিষয়ে রাকিব সরকার বলেছিলেন, ‘মাহি দীর্ঘদিন কুফুরি (ইসলামে কুফুরি অর্থ, আল্লাহ ও রসুলের প্রতি ঈমান না রাখা, বা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস হারানো)। মাহিকে নিয়ে কেউ বাজে কথা বইলেন না প্লীজ। আমি অনেক কষ্ট পাই।একসাথে না থাকলেও আমি ভালোবাসি। ফারিশের মা হিসেবে তার সম্মান অনেক উর্দ্ধে…।’ যদিও মাহি এবিষয়ে কোনও মন্তব্য করেননি।