কেন ইনস্টাগ্রামকে ‘আলবিদা’ জানিয়েছিলেন আদনান সামি? কারণ জানালেন নিজেই
1 মিনিটে পড়ুন . Updated: 27 Jul 2022, 10:49 AM IST- আদনান সামির ইনস্টাগ্রাম ফাঁকা দেখে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল নেটদুনিয়ায়!
সপ্তাহ খানেক আগের ঘটনা। ইনস্টাগ্রামের পুরনো সব পোস্ট মুছে দিয়েছিলেন গায়ক আদনান সামি। তাই ঘিরে সোশ্যাল মিডিয়ায় রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল।
ভক্তদের উদ্দেশে রহস্যময় একটি ভিডিয়ো বার্তা শেয়ার করেছিলেন তিনি, সেখানে লেখা ছিল- ‘অলবিদা' অর্থাৎ ‘বিদায়’ শব্দ। ৫০ বছর বয়সী গায়ক এই পোস্ট শেয়ার করবার পর থেকেই চিন্তায় ঘুম উড়েছিল ভক্তদের। তাহলে কি শোবিজ দুনিয়াকে ‘অলবিদা’ জানাচ্ছেন তিনি? প্রশ্ন উঠেছিল অনেকের মনে।
আরও পড়ুন: প্রয়াত 'চান মেরে মাখনা' খ্যাত পঞ্জাবি গায়ক বলবিন্দর সাফরি, বয়স হয়েছিল ৬৩
যদিও সব চিন্তার অবসান ঘটালেন স্বয়ং গায়ক। প্রকাশ পাচ্ছে তাঁর নতুন গানের অ্যালবাম ‘অলবিদা’। সেই অ্যালবামের প্রথম ঝলক শেয়ার করেছেন আদনান সামি। তিনি লেখেন ‘বিদায় জানাচ্ছি না। ‘অলবিদা’ শব্দের এক অন্য আবেগ বোঝানোর চেষ্টা করছি।’
২৮ জুলাই দুপুর ১২টায় মুক্তি পাবে গায়কের এই নতুন অ্যালবাম ‘আলবিদা’। নতুন ভাবে তাঁকে ফিরে পেয়ে উচ্ছ্বাস অনুরাগী মহলেও।
পাক বংশোদ্ভূত এই গায়ক কঠোর শরীরচর্চার মাধ্যেমে নিজেকে পুরোপুরি বদলে ফেলেছেন। নিজের ডেবিউ অ্যালবাম মুক্তির সময় ২৩০ কেজি ওজন ছিল গায়কের। এখন তিনি একদম ছিপছিপে চেহারার অধিকারী। ফের একবার নতুন গান নিয়ে হাজির আদনান সামি।