বাংলা নিউজ > বায়োস্কোপ > SS Rajamouli on Hinduism: ‘হিন্দুত্ব আর হিন্দুধর্ম এক নয়’, বিদেশিদের সামনে কেন এমন বললেন রাজমৌলি

SS Rajamouli on Hinduism: ‘হিন্দুত্ব আর হিন্দুধর্ম এক নয়’, বিদেশিদের সামনে কেন এমন বললেন রাজমৌলি

এসএস রাজামৌলি

SS Rajamouli on Hinduism: এখন আন্তর্জাতিক স্তরেও বিরাট আলোচনার বিষয় হয়ে উঠেছে ‘RRR’। এই ছবির কারণেই আমেরিকায় পরিচালক। বললেন হিন্দুধর্ম নিয়ে তাঁর মতামত। 

দেশের দর্শকের মন জয় তো আগেই হয়ে গিয়েছিল, এবার বিদেশের মাটিতে এবং আন্তর্জাতিক স্তরে চলছে জনপ্রিয়তা বাড়ানোর দৌড়। আন্দাজ করতে অসুবিধা হয় না, যে ছবি নিয়ে কথা হচ্ছে, সেটি এসএস রাজানৌলি পরিচালিত ‘আরআরআর’। 

সম্প্রতি আমেরিকায় ‘আরআরআর’ নিয়ে ব্যাপক উন্মাদনা চলছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি বিভাগে মনোনয়নের জন্য আবেদন করে দিয়েছে এই ছবি। কিন্তু তার পাশাপাশি আমেরিকার বিরাট সংখ্যক দর্শকরে মন জয় হয়ে গিয়েছে ইতিমধ্যেই।

এ  সবের মাঝেই পরিচালক এসএস রাজামৌলি হাজির হয়েছিলেন এক আলোচনাসভায়। সেখানেই হিন্দুধর্ম প্রসঙ্গে কয়েকটি কথা বলেন তিনি। এর আগে পরিচালককে অনেকেই কখনও না কখনও জিজ্ঞাসা করেন, তিনি কোন ধর্মমতে বিশ্বাসী? পরিচালক জানিয়েছিলেন, তিনি ঘোষিতভাবে নাস্তিক এবং কোনও ধর্মে বিশ্বাস করেন না। এহেন পরিস্থিতিতে হিন্দুধর্ম নিয়ে তাঁর মন্তব্য খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে।

কী বলেছেন রাজামৌলি? তিনি তাঁর বক্তব্যে বলেছেন, হিন্দুধর্ম এবং হিন্দুত্ব এক জিনিস নয়। ‘অনেক সময়েই হিন্দুত্বকে একটি ধর্ম হিসাবে ব্যাখ্যা করা হয়। এখন অনেকেই সেটিই মনে করেন। কিন্তু হিন্দুত্ব আসলে একটি দর্শন। এবং এটি জীবনের একটি ধারা।’ এটি বলেন তিনি।

এর পরে পরিচালক নিজের ধর্মবিশ্বাস নিয়েও কয়েকটি কথা বলেন। তাঁর মতে, ‘আপনি যদি ধর্মের নিরিখে আমাকে বিচার করেন, তাহলে আমি হিন্দু নই। কিন্তু আপনি যদি ধর্মদর্শন এবং জীবনবোধের নিরিখে বিচার করেন, তাহলে আমি হিন্দু। এই জীবনদর্শন বহু বহু বছর ধরে টিকে আছে এবং আমার ছবিতেও সেটিকেই দেখাতে চাই।’

হালে হিন্দুত্ব এবং হিন্দুধর্মের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বিনোদন জগতের জন্যও। সম্প্রতি রাজারাজা চোলের জীবন নিয়ে তৈরি মণিরত্নমের ছবিকে কেন্দ্র করে নানা ধরনের বিতর্কের সৃষ্টি হয়েছে। চোল বংশের সময়ে হিন্দুধর্মের কোনও অস্তিত্ব ছিল না বলে মন্তব্য করেছেন কমল হাসনও। সেই সব কথার প্রেক্ষিতে গোটা বিষয়টির উপর রাজনৈতিক রং লেগেছে। এমন দাবিও কেউ কেউ করেছেন, বিজেপির তরফে তামিল ঐতিহ্যের ইতিহাস মুছে ফেলে তার উপর হিন্দুত্বের ইতিহাস আরোপের চেষ্টা চলছে। 

এই বিতর্কের মাঝে এসএস রাজামৌলির এই মন্তব্য বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন অনেকে। এমনকী এটি বিদেশের দর্শককেও হিন্দুধর্ম সম্পর্কে একটি ধারণা দিতে পারে বলেও ধারণা করছেন অনেকেই। 

বায়োস্কোপ খবর

Latest News

বুড়ো হাড়ে ভেল্কি! চেন্নাইতে শতরান করে অশ্বিন বললেন, ‘বাংলাদেশ আর আন্ডারডগ নয়’… ‘‌বন্যা দুর্গত এলাকায় অভয়া ক্লিনিক গড়তে চাই’‌, জুনিয়র ডাক্তাররা নিলেন বিকল্প পথ শনিতে ঘূর্ণাবর্ত, সোমে আরও ১ নিম্নচাপ! কবে বৃষ্টি বাড়বে বাংলায়? জারি সতর্কতাও জার্মানি-সহ বিভিন্ন দেশে একসঙ্গে হয় ভোট, খতিয়ে দেখে সুপারিশ দিল কোবিন্দ কমিটি পিতৃপক্ষর সময় করুন তুলসীর এই ব্যবস্থা, যা আর্থিক উন্নতির সঙ্গে করবে ঋণমুক্ত ‘একটু ওয়াইন..’, স্কুলে পড়তেই মদের নেশা! ধর্ম বদলে খ্রিস্টান হন গোবিন্দার স্ত্রী ‘কী যেন…অভিষেক, ও পারবে না! সম্মান নিয়ে পদত্যাগ করুন’, মমতাকে অনুরোধ শ্রীলেখার সেপ্টেম্বরের বাকি দশদিন বন্ধ থাকবে টয়ট্রেন পরিষেবা, দার্জিলিং–শিলিগুড়ি রুট থমকে অনুদানে আগেই ‘না’, এবার চাঁদের বিলে জাস্টিস স্ট্যাম্প দিল কলকাতার পুজো কমিটি পুজো নিরিবিলি জায়গায় কাটাতে চান? কৃষ্ণসার হরিণের দেখা পাবেন এই সুন্দর জঙ্গলে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.