একদম শুরুর সময় থেকেই করণ জোহরের সেলেব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ’ খুব জনপ্রিয় দর্শকদের মধ্যে। তা সে টিভিতে সম্প্রচারিত হোক বা ওটিটি-তে। তবে যত দিন যাচ্ছে এই শো নিয়ে নেগেটিভ কমেন্ট তত বাড়ছে, বাড়ছে বিতর্কের সংখ্যা। অনেকেরই ধারণা এই শো-তে যৌনতা নিয়ে এত খুল্লামখুল্লা আলোচনা হয় যে তা মান খাটো করছে বলিউডের। সঙ্গে আবার এক তারকাকে নিয়ে অন্য তারকার সমালোচনা দেখে মনে করছে দর্শক একটা শ্রেণির বলিউড স্টারদেরই প্রাধান্য দেওয়া হয় এই শো-তে। দর্শকদের কাছ থেকে পাওয়া এই ঘৃণা ভরা সমালোচনা নিয়ে মুখ খুললেন করণ জোহর সম্প্রতি। এই ধরনের ট্রোলিংকে বললেন ‘বিনোদনের খোরাক’।
২০০৫ সালে শুরু হয় কফি উইথ করণ স্টার গোল্ড চ্যানেলে। এবারের সাত নম্বর সিজন টিভি থেকে সোজা চলে এসেছে ওটিটি-তে। বর্তমানে দর্শকরা তা দেখতে পাচ্ছেন ডিজনি+হটস্টারে। এই ১৭ বছরে একাধিক বড় বড় তারকা আমন্ত্রণ পেয়েছেন এই কফি কাউচে-- অভিষেক বচ্চন থেকে শাহরুখ-আমির-সলমন-অক্ষয়, করিনা থেকে শুরু করে আলিয়া-সারা-জাহ্নবীরা। আরও পড়ুন: ‘বনবনিয়ে ঘোরে, আওয়াজ করে’, মহিলা প্রতিযোগীর কোন কথায় এত ভয় পেলেন অমিতাভ?
‘কফি উইথ করণ’ নিয়ে ওঠা ঘৃণা ভরা ট্রোলিং নিয়ে কথা বলতে গিয়ে সম্প্রতি করণ জানান, ‘আমি সত্যি জানি না শো নিয়ে যে ট্রোলিং চলে, যে নিন্দা চলে তা কতটা সত্যি। এই যে এত ট্রোলিং তা কিন্তু মাঝে মাঝে বিনোদনের খোরাক জোগায়, আমি তো মনে মনে ভাবি এত ঘৃণা করে সবাই তাও কেন দেখছে শো। টুইটারে যা লেখা হয় বা কোনও পোর্টালে যা বেরোয় কফি উইথ করণ নিয়ে, কমেন্ট বক্সে যেই ধরনের মন্তব্য আসে আমি পড়ি, আর এটাই আমার মন ছুঁয়ে যায়। আমার মনে হয় তোমার জীবন থেকে এতটা সময় বের করে তুমি কফি উইথ করণ নিয়ে লিখলে! যেটাকে এত ঘৃণা করো সেটার জন্য এত কিছু!’ আরও পড়ুন: বলিউডের নষ্ট হওয়া ভাবমূর্তির সঙ্গে রাহুল গান্ধীর মিল পেল স্বরা,‘সবাই বলে পাপ্পু’
এবারের সিজনে করণকে দেখা গিয়েছে তাঁকে নিয়ে ওঠা ট্রোলিংয়ের ব্যাপারে খুল্লামখুল্লা আলোচনা করতে। আর পরিচালক-প্রযোজক জানালেন তিনি এগুলো জেনেবুঝেই করেছেন। তাঁর কথায়, ‘আমার কাউকে কোনও কৈফিয়ত দেওয়ার প্রয়োজন নেই। তবে আমি নিজের জন্য এগুলো করি। এগুলো আমাকে মানসিক শান্তি দেয়। কারণ আমি মনে করি আমি যদি চুপ থাকি তাহলে লোক ভাববে এইসব ট্রোলিং আমাকে এখনও প্রভাবিত করে।’