বাংলা নিউজ > বায়োস্কোপ > Writwik Mukherjee-Shritama Mitra: 'শেষটা ভালো হবে...' বিশেষ বান্ধবী শ্রীতমার জন্মদিনে রহস্যময় পোস্ট ঋত্বিকের

Writwik Mukherjee-Shritama Mitra: 'শেষটা ভালো হবে...' বিশেষ বান্ধবী শ্রীতমার জন্মদিনে রহস্যময় পোস্ট ঋত্বিকের

বিশেষ বান্ধবী শ্রীতমার জন্মদিনে রহস্যময় পোস্ট ঋত্বিকের

Writwik Mukherjee-Shritama Mitra: মন দিতে চাই ধারাবাহিকের সহ-অভিনেতাকে নাকি চুপিচুপি মন দিয়ে বসে আছেন অভিনেত্রী শ্রীতমা মিত্র। তাঁর জন্মদিনেই সেই বিশেষ মানুষটির থেকে শুভেচ্ছা বার্তা এল। ঋত্বিক মুখোপাধ্যায় তাঁকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন।

মন দিতে চাই ধারাবাহিকে নাকি চুপিচুপি মন দেওয়া নেওয়া সেরে ফেলেছেন শ্রীতমা মিত্র এবং ঋত্বিক মুখোপাধ্যায়। যদিও এই বিষয়ে তাঁরা প্রকাশ্যে কোনও কথাই বলতে নারাজ, কিন্তু তাঁরা যে ভীষণ ভালো বন্ধু একে অন্যের সেটা তাঁদের সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই বোঝা যায়। এই ধারাবাহিকের আগে থেকেই যদিও তাঁদের বন্ধুত্ব ছিল। এখন কাজের পাশাপাশি অন্যত্র তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা যায়। এদিন অভিনেত্রীর জন্মদিনে বিশেষ বন্ধুর থেকে শুভেচ্ছা বার্তা এল।

ঋত্বিক অর্থাৎ এই পথ যদি না শেষ হয় ধারাবাহিকের সাত্যকি বা মন দিতে চাই ধারাবাহিকের সোমরাজ তাঁর সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন শ্রীতমার সঙ্গে। সেখানে তাঁদের পাশাপাশি দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে হাসিমুখে। অভিনেত্রীর পরনে চেক টপ এবং কালো শর্ট স্কার্ট এবং অভিনেতার পরনে প্রিন্টেড শার্ট এবং প্যান্ট।

আরও পড়ুন: 'রূপাং দেহি', দুর্গাপুজো আসতে এখনও দেরি, তার আগেই দেবীরূপে আবির্ভূত হলেন দেবচন্দ্রিমা-শ্রীতমা

আরও পড়ুন: শ্রীতমাকেই বাস্তবে মন দিলেন উর্মির টুকাই বাবু? প্রেমচর্চা তুঙ্গে, জবাব ঋত্বিকের

এই ছবি পোস্ট করে ঋত্বিক লেখেন, 'আজীবন এভাবেই হাসতে থেকো। দেখবে শেষটা ভালো হবে। তোমাকে জন্মদিনের অনেক শুভেচ্ছা জানাই।' তবে কি এখানেই নিজেদের জীবনের শেষ পরিণতির ইঙ্গিত দিলেন ঋত্বিক? উত্তরটা স্পষ্ট নয়। তবে বিশেষ বন্ধুর পোস্টে ধন্যবাদ জানিয়েছেন শ্রীতমা।

শ্রীতমা নিজেও মধ্যরাতে কেক কেটে নিজের জন্মদিন উদযাপন করেন। তাঁকে তাঁর বাড়িতে একসঙ্গে তিনটি কেকের সামনে বসে থাকতে দেখা যায় হাসিমুখে। পাশে ফুলের তোরা এবং সুন্দর সাজানো ঘর নজরে পড়ে। তিনি এই ছবি পোস্ট করে লেখেন, 'এটা একটা নতুন শুরু, নতুন স্বপ্ন। এবং অবশ্যই একটা নতুন গন্তব্যের উদ্দেশ্যে পথ চলা কারণ এটা আমার জন্মদিন।' তাঁর ভক্ত এবং বন্ধুরা তাঁকে তাঁর পোস্টে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন।

বন্ধ করুন