বাংলা নিউজ > বায়োস্কোপ > Kangana-Yogi Adityanath: 'তেজস' সুপার ফ্লপ! তবে কঙ্গনা বলছেন, ছবি দেখে কেঁদেছেন যোগী আদিত্যনাথ

Kangana-Yogi Adityanath: 'তেজস' সুপার ফ্লপ! তবে কঙ্গনা বলছেন, ছবি দেখে কেঁদেছেন যোগী আদিত্যনাথ

কঙ্গনা-যোগী আদিত্যনাথ

কঙ্গনা লেখেন, ‘একজন সৈনিক, শহিদের জীবনের উপর লেখা ছবি তেজস। মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এটির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। উনি শেষ দৃশ্য দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। উনি একজন সেনার জীবন দেখে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন।’ যোগীর উদ্দেশ্যে কঙ্গনা লেখেন, ‘আপনার প্রশংসা আর আশীর্বাদ পেয়ে ধন্য।’

গত ২৭ অক্টোবর মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াতের 'তেজস'। তবে মুক্তির পরই একপ্রকার মুখ থুবড়ে পড়েছে কঙ্গনার এই ছবি। গত ৪ দিনে ‘তেজস’-এর আয় মাত্র ৪.২৫ কোটি। তবে বক্স অফিসের ফল যেটাই হোক না কেন, কঙ্গনার 'তেজস' দেখলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

কঙ্গনার দাবি, ‘তেজসের শেষ দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি যোগী আদিত্যনাথ।’ যোগী আদিত্যনাথ সহ অন্যান্যদের সঙ্গে বসে তেজস দেখার বেশকিছু ছবি শেয়ার করেছেন কঙ্গনা। যেখানে কঙ্গনাকে সাদা শাড়ি ও সাদা মুক্তর হার ও কানের পরে দেখা যাচ্ছে। তাঁর মাথার চুল খোঁপা করে বাঁধা। আদিত্যনাথ কঙ্গনার হাতে বিশেষ উপহার তুলে দেন।

 ছবিগুলি শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘একজন সৈনিক, শহিদের জীবনের উপর লেখা ছবি তেজস। মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এটির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। উনি শেষ দৃশ্য দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। উনি একজন সেনার জীবন দেখে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন।’ যোগীর উদ্দেশ্যে শেষে কঙ্গনা লেখেন, ‘আপনার প্রশংসা আর আশীর্বাদ পেয়ে ধন্য।’

আরও পড়ুন-স্ত্রী পূজা লাইমলাইটে থাকেন না, সানিও পার্টিতে যান না, কেন? মুখ খুললেন সানি

আরও একটি পোস্টে কঙ্গনা লেখেন, ‘ঈশ্বরের কৃপায় আমাদের সঙ্গে আজ একজন অপ্রত্যাশিত অতিথি ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামি। ছবি শেষ হওয়ার পর ওঁরা দেখে বলেন ব্রিলিয়ান্ট’।

প্রসঙ্গত, 'তেজস' মুক্তির আগে কঙ্গনা দিল্লির ইন্ডিয়ান এয়ারফোর্স অডিটোরিয়ামে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বেশ কয়েকজন ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তাদের জন্যও ছবিটির একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন।

বায়োস্কোপ খবর
বন্ধ করুন

Latest News

শীঘ্রই আসবে পজিটিভ খবর, রাজ্য সরকারি কর্মীদের বেতন নিয়ে বড় বার্তা মুখ্যমন্ত্রীর উচ্চমাধ্যমিকের বিজনেস স্টাডিজের প্রশ্ন কেমন হল? ৯০ নম্বর উঠবে? জানালেন শিক্ষক বাংলা সহ দেশের ১৫ জায়গায় মহাদেব বেটিং অ্যাপকাণ্ডে ইডির হানা যামিনী রায়ের নকল ছবি ঘিরে হইচই প্রদর্শনীতে? কী বলছেন বাংলার চিত্রশিল্পীরা হাইওয়ের সামনে দাঁড়িয়ে এসব কী খাচ্ছেন! 'মিঠাই' সৌমিতৃষাকে সাবধান করলেন অনুরাগীরা পঞ্চম শ্রেণির ছাত্রীকে নগ্ন করে ভিডিয়ো তোলার অভিযোগ গৃহশিক্ষকের বিরুদ্ধে শিবলিঙ্গ কোনদিকে রাখা উচিত? কেমন মূর্তিতে পুজো করা শুভ? রইল শাস্ত্রমত উচ্চমাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞানের প্রশ্ন কেমন হল? ৮০ নম্বর উঠবে? জানালেন শিক্ষক সিনেমার সেটে ঠাটিয়ে চড় মারে রেখা, তারপরই গায়েব ফিল্ম লাইন থেকে, বলুন তো কে? এক ধাক্কায় ৫০ শতাংশ পর্যন্ত ভাড়া কমাল রেল, ভোটের আগে বড় উপহার যাত্রীদের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.