বাংলা নিউজ > বায়োস্কোপ > Kangana-Yogi Adityanath: 'তেজস' সুপার ফ্লপ! তবে কঙ্গনা বলছেন, ছবি দেখে কেঁদেছেন যোগী আদিত্যনাথ

Kangana-Yogi Adityanath: 'তেজস' সুপার ফ্লপ! তবে কঙ্গনা বলছেন, ছবি দেখে কেঁদেছেন যোগী আদিত্যনাথ

কঙ্গনা-যোগী আদিত্যনাথ

কঙ্গনা লেখেন, ‘একজন সৈনিক, শহিদের জীবনের উপর লেখা ছবি তেজস। মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এটির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। উনি শেষ দৃশ্য দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। উনি একজন সেনার জীবন দেখে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন।’ যোগীর উদ্দেশ্যে কঙ্গনা লেখেন, ‘আপনার প্রশংসা আর আশীর্বাদ পেয়ে ধন্য।’

গত ২৭ অক্টোবর মুক্তি পেয়েছে কঙ্গনা রানাওয়াতের 'তেজস'। তবে মুক্তির পরই একপ্রকার মুখ থুবড়ে পড়েছে কঙ্গনার এই ছবি। গত ৪ দিনে ‘তেজস’-এর আয় মাত্র ৪.২৫ কোটি। তবে বক্স অফিসের ফল যেটাই হোক না কেন, কঙ্গনার 'তেজস' দেখলে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

কঙ্গনার দাবি, ‘তেজসের শেষ দৃশ্য দেখে চোখের জল ধরে রাখতে পারেননি যোগী আদিত্যনাথ।’ যোগী আদিত্যনাথ সহ অন্যান্যদের সঙ্গে বসে তেজস দেখার বেশকিছু ছবি শেয়ার করেছেন কঙ্গনা। যেখানে কঙ্গনাকে সাদা শাড়ি ও সাদা মুক্তর হার ও কানের পরে দেখা যাচ্ছে। তাঁর মাথার চুল খোঁপা করে বাঁধা। আদিত্যনাথ কঙ্গনার হাতে বিশেষ উপহার তুলে দেন।

 ছবিগুলি শেয়ার করে কঙ্গনা লেখেন, ‘একজন সৈনিক, শহিদের জীবনের উপর লেখা ছবি তেজস। মাননীয় মুখ্যমন্ত্রীর জন্য এটির স্পেশাল স্ক্রিনিংয়ের আয়োজন করা হয়। উনি শেষ দৃশ্য দেখে নিজের চোখের জল ধরে রাখতে পারেননি। উনি একজন সেনার জীবন দেখে আবেগতাড়িত হয়ে পড়েছিলেন।’ যোগীর উদ্দেশ্যে শেষে কঙ্গনা লেখেন, ‘আপনার প্রশংসা আর আশীর্বাদ পেয়ে ধন্য।’

আরও পড়ুন-স্ত্রী পূজা লাইমলাইটে থাকেন না, সানিও পার্টিতে যান না, কেন? মুখ খুললেন সানি

আরও একটি পোস্টে কঙ্গনা লেখেন, ‘ঈশ্বরের কৃপায় আমাদের সঙ্গে আজ একজন অপ্রত্যাশিত অতিথি ছিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী শ্রী পুষ্কর সিং ধামি। ছবি শেষ হওয়ার পর ওঁরা দেখে বলেন ব্রিলিয়ান্ট’।

প্রসঙ্গত, 'তেজস' মুক্তির আগে কঙ্গনা দিল্লির ইন্ডিয়ান এয়ারফোর্স অডিটোরিয়ামে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এবং বেশ কয়েকজন ভারতীয় বিমান বাহিনীর কর্মকর্তাদের জন্যও ছবিটির একটি বিশেষ স্ক্রিনিংয়ের আয়োজন করেছিলেন।

বায়োস্কোপ খবর

Latest News

IND v BAN: ভারত-বাংলাদেশ টেস্ট ইতিহাসে সর্বোচ্চ রান কাদের? সেরা ৫-এ রয়েছেন কোহলি বিতর্কের কোনও মানে হয় না, প্রধান বিচারপতির বাড়িতে মোদীর গণেশ বন্দনা, লিখলেন MP লাগাতার বিক্ষোভ-মিছিলে পুজোর আগে ক্ষতি ব্যবসার, পালটা পথে নামছেন হকাররা ভেজা জামাকাপড়ে স্বস্তিতে থাকতে পারছে না জুনিয়র ডাক্তাররা, হাত বাড়াল শহরবাসী বিপর্যয়ের ৪২ দিন পর বিদ্যুৎ ফিরল হিমাচলের গ্রামে, এখনও বিচ্ছিন্ন যোগাযোগ বাবা, ভাই, প্রেমিকাকে দায়ী করে ফেসবুক লাইভে এসে গঙ্গায় ঝাঁপ যুবকের, মেলেনি দেহ ‘আমিও দুজনের নামও বলেছি’,যৌন হেনস্থা নিয়ে মুখ্যমন্ত্রীকে কী বলেন ঋতাভরী লেভার কাপ থেকে নাম প্রত্যাহার নাদালের, এবার কি অবসর নেবেন? সোনারপুরে পাইপ লাইনের মাধ্যমে বাড়ি-বাড়ি পৌঁছে যাবে গ্যাস, দ্রুত গতিতে চলছে কাজ TMC-র নামে দোষ দিতে ডাক্তারদের মাথা ফাটানোর ‘প্লট’ বামেদের! ‘ভয়ংকর’ দাবি কুণালের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.