বাংলা নিউজ > বায়োস্কোপ > Juiee Sarkar: ফটোগ্রাফারকে নিয়ে ভয়ানক অভিজ্ঞতা জি বাংলার অভিনেত্রীর, কী হয়েছে জুঁইয়ের সঙ্গে

Juiee Sarkar: ফটোগ্রাফারকে নিয়ে ভয়ানক অভিজ্ঞতা জি বাংলার অভিনেত্রীর, কী হয়েছে জুঁইয়ের সঙ্গে

প্রতারণারও শিকার অভিনেত্রী জুঁই সরকার

বিভিন্ন সময় ফটোগ্রাফাররা কোনও শ্যুটের জন্য, ম্যাগাজিন শ্যুট বা বিভিন্ন কারণে উঠতি মডেল, অভিনেতা-অভিনেত্রী, পরিচিত মুখদের সঙ্গে যোগাযোগ করেন। অনেকক্ষেত্রে আবার অনেকে প্রতারণারও শিকার হন। নিজের অভিজ্ঞতা নিয়ে মুখ খুললেন জুঁই-

সোশ্যাল মিডিয়া খুললেন অভিনেতা-অভিনেত্রীর নিত্যদিন কোনও ফটোশ্যুটের ছবি এবং ভিডিয়ো চোখে পড়ে। প্রায়শই নতুন নতুন ফটোশ্যুটের ছবি এবং ভিডিয়ো তাঁরা শেয়ার করেন। বিভিন্ন সময় ফটোগ্রাফাররা কোনও শ্যুটের জন্য, ম্যাগাজিন শ্যুট বা বিভিন্ন কারণে উঠতি মডেল, অভিনেতা-অভিনেত্রী, পরিচিত মুখদের সঙ্গে যোগাযোগ করেন। অনেকক্ষেত্রে আবার অনেকে প্রতারণারও শিকার হন।

বাংলা টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী জুঁই সরকার। বেশ কিছু ধারাবাহিকে পার্শ্ব চরিত্রের অভিনয় করেছেন তিনি। সম্প্রতি জি বাংলার ‘যমুনা ঢাকি’ এবং ‘উমা’ ধারাবাহিকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা মিলেছে তাঁর। এই ধারাবাহিক দুটি কয়েক মাস আগেই শেষ হয়েছে। এরপর আর নতুন কোনও ধারাবাহিকে দেখা যায়নি জুঁইকে। আরও পড়ুন: কার ডাকে সাড়া দিলেন সারা তেন্ডুলকর? ২৫-এর জন্মদিনে কী কী করলেন তিনি

সম্প্রতি প্রতারণার অভিযোগ তুলে সোশ্যাল মিডিয়ায় একটি লাইভ করেছেন জুঁই। জানিয়েছেন, দিন কয়েক আগে ফটোশ্যুটের জন্য এক ফটোগ্রাফার তাঁর সঙ্গে যোগাযোগ করে। ফটোশ্যুটের তারিখ এবং লোকেশন ঠিক হওয়ার পর অ্যাডভান্স পেমেন্টের করে দিচ্ছে জানায় সেই ফটোগ্রাফার। আরও পড়ুন: ‘মির্জা’র পর ফের নতুন ছবির ঘোষণা প্রযোজক অঙ্কুশের, আসছে ‘বেঙ্গল পুলিশ’

জুঁইয়ের অভিযোগ, শ্যুটের দিন দুপুর ১২টায় ফটোগ্রাফারকে তিনি কল করতেই নাকি সে ফোন তোলেনি। বারবার ফোন করা সত্ত্বেও নাকি সেই ফটোগ্রাফার ফোন তোলেনি। অভিনেত্রী জানিয়েছেন, কোনও অ্যাডভান্স পেমেন্টও আসেনি তাঁর কাছে। অভিনেত্রী বারবার নাকি তাঁকে ফোন করে বলতে থাকেন পেমেন্টটা করার জন্য, তবেই তিনি কাজের জন্য বাড়ি থেকে বেরোবেন। সারা দিন কেটে গেলেও সেই ফটোগ্রাফার নাকি জুঁইয়ের ফোন তোলেনি, উলটে ফেসবুক থেকে ব্লক করে দিয়েছে। 

এখানেই অভিনেত্রীর প্রশ্ন, চারিদিকে যেভাবে ফটোগ্রাফার গজিয়ে উঠেছে, কর্মক্ষেত্রে কাকে বিশ্বাস করবেন আর কাকে বিশ্বাস করবেন না নিজেই বুঝে উঠতে পারছেন না তিনি।

বন্ধ করুন