বাবার সুবাদেই অভিনয় তাঁর রক্তে, তবে বাগ্মিতায় বাবাকেও টেক্কা দিতে ওস্তাদ আবির চট্টোপাধ্যায়! অভিনেতা ফাল্গুনি চট্টোপাধ্যায়ের সুযোগ্য পুত্র আবির। আট থেকে আশি, সবার অতি প্রিয় অভিনেতা তিনি। অভিনয়ের পাশাপাশি সঞ্চলনাতেও গত কয়েক বছর ধরে হাত পাকিয়েছেন আবির। আরও পড়ুন-সইফের মামার বাড়ির মান রেখেছে দল, IPSL-এ কলকাতার জয়ে উচ্ছ্বসিত শর্মিলা পুত্র
চলতি বছর জি বাংলা সোনার সংসার অ্যাওয়ার্ড সঞ্চালনার দায়িত্বে ছিলেন আবির চট্টোপাধ্যায় ও শুভশ্রী চট্টোপাধ্যায়। হ্যাঁ, রাজের বাবলি জুটি একসঙ্গে এই দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিল। অন্যদিকে জি বাংলা পরিবারের দীর্ঘদিনের সদস্য ফাল্গুনি চট্টোপাধ্যায়। আবিরের বাবা বর্তমানেও দাপটের সঙ্গে কাজ করছেন জি পরিবারে। সম্মান পেয়ে আপ্লুত তিনি। সেই ভালো লাগার কথা ভাগ করতে গিয়েই ঘটল বিপত্তি।
চলতি বার প্রিয় সদস্যের সম্মান পেয়েছেন ফাল্গুনি চট্টোপাধ্যায়। এদিন ছেলের সামনেই মঞ্চে পুরস্কার নিলেন অভিনেতা। বাবার সাফল্যে আবেগে ডগমগ আবিরও। তবে খুনসুটি করতে ভুললেন না দুজনেই। মাইক হাতে ফাল্গুনি চট্টোপাধ্যায়কে বলতে শোনা গেল, ‘আমি এত বছর ধরে অভিনয় করছি, কিন্তু সবসময় সবার সঙ্গে দেখা হয় না। কিন্তু এখানে এসে সকলকে দেখতে পাচ্ছি, এটা সব চাইতে আনন্দ লাগছে।’
এরপর শুভশ্রীর সটান প্রশ্ন, ‘ছেলে ভালো করছে না আমি ভালো করছি?’ জবাবে ফাল্গুনি চট্টোপাধ্যায় বলেন, ‘এ ব্যাপারে কোনও প্রশ্নই উঠে না যে শুভশ্রী অনেক ভালো।’ বাবার এমন বাঁকা মন্তব্য শুনে ছেড়ে দেওয়ার পাত্র নন আবির। তিনি পালটা বলেন, ‘আমি বাবার থেকে অনেক কিছুই শেখার চেষ্টা করেছিলাম কিন্তু এই সহ নায়িকাদের ভালো রাখতে হয়, সেটা ওতোটা শিখতে পারিনি’।
সোনার সংসারের এই মিষ্টি মুহূর্ত নিজের ফেসবুকের দেওয়ালে শেয়ার করে ফাল্গুনি চট্টোপাধ্যায় লেখেন, ‘বাগ্মিতায় পুত্র পিতাকে ১০ গোল দিতে পারে, মেনে নিচ্ছি। অবশ্য জানি না এতে টক ব্যাক এর কোনও ভূমিকা আছে কি না।’ বাবা-ছেলের এই খুনসুটি দেখে হেসে খুন কোন গোপনে মন ভেসেছের শ্যামলী থেকে জগদ্ধাত্রীর কৌশিকি মুখার্জি মানে অভিনেত্রী রূপসা চক্রবর্তী।
এই বছর সোনার সংসারে ফের বাজিমাত করেছে জগদ্ধাত্রী। সেরা জুটি, সেরা নায়িকা আর জি ফাইভের সবচেয়ে পপ্যুলার ফেসের সম্মান পেয়েছেন ‘জ্যাস’ অঙ্কিতা মল্লিক। সেরা পরিবারের পুরস্কারও ছিনিয়ে নিয়েছে তাঁরা। অন্যদিকে সেরা জুটির পুরস্কার গিয়েছে সৃজন-পর্নার ঝুলিতেও।