ফ্রান্সের একটি রেস্তোরাঁ গাইড লা লিস্টের তরফে ২০২৪ সালের জন্য পৃথিবীর সেরা ১০০০ রেস্তোরাঁর নাম প্রকাশ্যে আনা হয়েছে। লা লিস্ট নম্বর দেয় স্থান ঘোষণা করার বদলে, ফলে এক নম্বর অনেক রেস্তোরাঁই পেয়েছে। বিশ্বের মোট ৭টি প্রতিষ্ঠান এবার ৯৯.৫ নম্বর পেয়েছে, এর মধ্যে আছে আমেরিকার লে বার্নার্দিন, ফ্রান্সের গাই সেভয়, ফ্রান্সের লা ভগ ডিওর, জাপানের সুশি সাইতো, হংকংয়ের লুং কিং হিন, ইত্যাদি। একাধিক ভারতীয় রেস্তোরাঁও আছে এই তালিকায়।
যে ভারতীয় রেস্তোরাঁগুলো এই লিস্টে জায়গা অর্জন করেছে সেগুলোর মধ্যে দিল্লির ইন্ডিয়ান অ্যাসেন্ট ৯৫ স্কোর করেছে। এছাড়া আছে মুম্বই, বেঙ্গালুরু, কলকাতা এবং হায়দ্রাবাদের একাধিক রেস্তোরাঁ। ভারতের সেরা ১০ কোন রেস্তোরাঁগুলো দেখুন।
আরও পড়ুন: সহনাগরিকদের আনন্দ দিতে সিগন্যালে গান গাইছেন ১ অটোচালক! মুহূর্তে ভাইরাল ভিডিয়ো
আরও পড়ুন: বাংলাদেশি বন্ধুদের মজলিস জমল গীতা দত্তের গানে, ফেসবুকে পোস্ট হতে নিমেষেই ভাইরাল, দেখুন ভিডিয়ো
ভারতের সেরা ১০ রেস্তোরাঁ
নিউ দিল্লির ইন্ডিয়ান অ্যাসেন্ট পেয়েছে ৯৫, বেঙ্গালুরুর কারাভল্লি পেয়েছে ৮৬। অন্যদিকে ৮৪ স্কোর পেয়েছে হায়দ্রাবাদের ফলুকনামা প্যালেসের আদা, মুম্বইয়ের ইয়ুয়াচা, নিউ দিল্লির দম পুখট। এরপর বেঙ্গালুরুর দ্য লীলা প্যালেসের লে সার্ক সিগনেচার, নিউ দিল্লির লীলা প্যালেসের মেগু এবং আইটিসি মৌর্যের বুখারা যথাক্রমে পেয়েছে ৮২.৫, ৮২ এবং ৭৯ নম্বর। এছাড়া মুম্বইয়ের জিয়া রেস্তোরাঁ পেয়েছে ৭৮.৫ নম্বর।
এছাড়া এই তালিকায় কলকাতার একাধিক রেস্তোরাঁও আছে, যেমন বান থাই, সিয়েন্না স্টোর অ্যান্ড ক্যাফে আছে এই তালিকায়। বাদ নেই চেন্নাই, গোয়ার একাধিক রেস্তোরাঁও। তাহলে এবার এসব জায়গায় বেড়াতে গেলে বা এখানে থাকলে একবার এই রেস্তোরাঁতে ঢুঁ মারবেন নাকি?