সোশ্যাল মিডিয়ায় যেমন মজার জিনিস শেয়ার করা হয়ে থাকে, তেমনই ভালো নানা খবরও আজকাল সোশ্যাল মিডিয়ার দৌলতে নজরে আসে। ঠিক তেমন ভাবেই মুম্বইয়ের এক অটো ড্রাইভার সবার নজর কেড়েছেন। কমেডিয়ান সময় রায়না মুম্বইয়ের এই অটো চালকের ভিডিয়ো পোস্ট করেছেন এক্সে। তাঁর পোস্ট করা এই ভিডিয়োতে দেখা যাচ্ছে এই চালক আন্ধেরির ট্রাফিক সিগন্যালকে তাঁর ক্যারাওকে স্পট বানিয়ে ফেলেছেন। আর বলাই বাহুল্য তাঁর গান শুনে মুগ্ধ হয়ে গিয়েছেন সকলে।
সময় রায়না এদিন এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'মনেই হল না যে আন্ধেরির সিগন্যালে দাঁড়িয়ে ছিলাম। কী দারুণ মানুষ উনি। শেষ পর্যন্ত ওঁর কাজ দেখুন।'
আরও পড়ুন: সলমনের টাইগার ৩-তে শাহরুখের ক্যামিও নিয়ে রাখঢাকের অন্ত নেই! কী পরিকল্পনা করেছেন আদিত্য চোপড়া?
আরও পড়ুন: বডিকন ড্রেসে ধরা পড়ছে দেহের সমস্ত খাঁজ, খোলামেলা পোশাকে আগুন ঝরালেন খুফিয়ার ওয়ামিকা
ভিডিয়োর শুরুতে দেখা যাচ্ছে সেই অটো চালক মাইক হাতে গান গাইছেন। তিনি গান শেষে ধন্যবাদ বলেন। তখন কমেডিয়ান তাঁর গান শুনে হাততালি দিয়ে ওঠেন। সেটা দেখে সেই অটো চালক বলেন, 'বিনোদন পেলেন তো?' উত্তরে সময় রায়না যখন বলেন, 'হ্যাঁ ভীষণ' তখন তিনি বলেন, 'এই সিগন্যালে দাঁড়িয়ে থেকে থেকে সবাই বোর হয়ে যায় তাই এটুকু চেষ্টা করলাম।' এই অটো চালক জানান তাঁর নাম সত্যবান।
ইতিমধ্যেই এক্সে এই ভিডিয়ো ৬৮.৮ হাজার ভিউজ পেয়েছে। লাইকও পেয়েছে প্রচুর। বহু মানুষ কমেন্ট করে নিজেদের মতামত জানিয়েছেন। এক ব্যক্তি লেখেন, 'ইন্ডিয়ান আইডলের প্রতিযোগীদের থেকেও ভালো।' 'বেঙ্গালুরুতেও এমন একজনকে চাই। যা যানজট হয় বাপরে!' মত আরেক ব্যক্তির। 'এমন আরও মানুষের প্রয়োজন আমাদের সমাজে' মন্তব্য আরেক ব্যক্তির। এক নেটিজেন লেখেন, 'দারুণ ব্যাপার তো এটা!'
ভিডিয়োতে দেখা যাচ্ছে সেই সিগন্যালে আরও অনেক অটো দাঁড়িয়ে রয়েছে। বাদ নেই বাস সহ অন্যান্য গাড়ি। সকলেই তাঁর গান শুনছেন। প্রসঙ্গত তাঁর অটোতেই মাইক সহ মিউজিক সিস্টেম পুরোটাই ফিট করা।