বাংলা নিউজ > টুকিটাকি > Dry Skin Problem: ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে? ঔজ্জ্বল্য হারাচ্ছে? ব্যবহার করুন এই প্রসাধনী সামগ্রী

Dry Skin Problem: ত্বক শুষ্ক হয়ে যাচ্ছে? ঔজ্জ্বল্য হারাচ্ছে? ব্যবহার করুন এই প্রসাধনী সামগ্রী

গোলাপ জলের ফেস প্যাক

Dry Skin Problem: হেমন্তকালে আমাদের ত্বক শুষ্ক হয়ে যায়। টান ধরে। অনেকেই শুষ্ক ত্বকের সমস্যায় ভোগেন এই সময়। কিন্তু এই সমস্যা দূর করা যায় এই প্রসাধনী সামগ্রী দিয়ে।

দুর্গাপুজোর এই পরের সময়টায় ত্বকে ভীষণ টান ধরে। ত্বক শুষ্ক হয়ে যায় অতিরিক্ত। কী করে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে অনেকেই বুঝে উঠতে পারেন না। কিন্তু আপনি জানেন কি শুষ্ক ত্বকের সমস্যা গোলাপ জল দিয়ে দূর করা সম্ভব।

গোলাপ জল বহু যুগ ধরে রূপচর্চায় ব্যবহার করা হয়ে থাকে। এটা ত্বকের একাধিক সমস্যা দূর করে ত্বক সজীব এবং ভালো রাখে। ত্বকের শুষ্ক ভাব, রুক্ষতা দূর করে তাকে হাইড্রেট করে। গোলাপ জল নিয়মিত ব্যবহার করলে ত্বক নরম আর মসৃন থাকে। শুধুই কি তাই গোলাপ জল কোনও রকম অ্যালার্জি, ইনফেকশন কমাতেও সাহায্য করে থাকে।

এখন ভাবছেন কী করে গোলাপ ব্যবহার করলে শুষ্ক ত্বকের সমস্যা দূর হবে? দেখুন।

গোলাপ জলের ফেস প্যাক নিয়মিত ব্যবহার করলে ত্বকের শুষ্কতা কমে যায়। শুষ্ক ত্বকের যত্ন কীভাবে নেবেন দেখুন।

১. কোথাও থেকে এসে আগে ফেস ওয়াশ দিয়ে মুখ ধুয়ে ফেলুন। তারপর তুলোয় করে মুখে গোলাপ জল লাগান। গোলাপ জল শুকিয়ে গেলে ক্রিম লাগান। ভালো ফল পেতে চাইলে দু'বার করে এটি ব্যবহার করুন।

২. গোলাপ জল, গ্লিসারিন, আর লেবুর রস মিশিয়ে একটা মিশ্রণ বানান। এরপর এটাকে একটা বোতলে ভরে রেখে দিন ফ্রিজে। রোজ রাতে ঘুমানোর আগে এটা মুখে লাগিয়ে ম্যাসাজ করুন।

৩. মুলতানি মাটি, গোলাপ জল আর দুধ মিশিয়ে একটা প্যাক বানান। এরপর সেটা পরিস্কার মুখে লাগিয়ে বেশ কিছুক্ষণ রাখুন। শুকিয়ে গেলে হালকা গরম জল দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর ক্রিম লাগিয়ে নিলেই হবে। সপ্তাহে এটি প্যাক অন্তত দু-তিনবার লাগান।

৪. চন্দন গুঁড়ো, নারকেল তেল, আমন্ড অয়েল, গোলাপ জল মিশিয়ে প্যাক বানান। তারপর সেটা মুখে লাগান। মিনিট কুড়ি রেখে ধুয়ে ফেলুন। ভালো ফল পেতে চাইলে সপ্তাহে দু'বার এই প্যাক লাগান।

বন্ধ করুন