ভাইরোলজিস্ট এরিক ডিং বলছেন, এক্সবিবি ‘সুপার ভ্যারিয়েন্ট’, ‘পরবর্তী সবচেয়ে বড় বিষয়।’ এতে হু হু করে হাসপাতালে ভর্তি হওয়ার কেস বাড়ছে বলেও তাঁদের মত। আমেরিকায় কোভিডের ৪০ শতাংশ কেসের জন্য দায়ী এই ভ্যারিয়েন্ট।
1/5চিন জুড়ে দানবীয় আকারে ছড়াচ্ছে কোভিডের সংক্রমণ। পিছিয়ে নেই আমেরিকাও। চিনে যখন ওমিক্রনের বিএফ সেভেন সাব ভ্যারিয়েন্ট ত্রাসের রূপ নিয়েছে, তখন আমেরিকায় এই সংক্রমণ ছড়ানোর নেপথ্যে রয়েছে ওমিক্রন এক্সবিবি.১.৫। আমেরিকার এই এক্সবিবি ভ্যারিয়েন্টটি নিয়ে বিশেষজ্ঞরা বেশ উদ্বিগ্ন। কেন এই ভ্যারিয়েন্টকে নিয়ে উদ্বেগ? জেনে নেওয়া যাক। (Photo by Filippo MONTEFORTE / AFP) (PTI)
2/5বিশেষজ্ঞ মাইকেল অস্টারহোম বলছেন, এক্সবিবি ‘সম্ভবত সবচেয়ে খারাপ ভ্যারিয়েন্ট’। ভাইরোলজিস্ট এরিক ডিং বলছেন, এক্সবিবি ‘সুপার ভ্যারিয়েন্ট’, ‘পরবর্তী সবচেয়ে বড় বিষয়।’ এতে হু হু করে হাসপাতালে ভর্তি হওয়ার কেস বাড়ছে বলেও তাঁদের মত। (PTI Photo) (PTI)
3/5বলা হচ্ছে, কোভিড ভ্যারিয়েন্ট এক্সবিবি.১.৫ এমন একটি ভ্যারিয়েন্ট যা শরীরের প্রতিরোধ ক্ষমতাকে সহজেই ভেঙে দিতে পারে। আর সংক্রমণ ছড়িয়ে ফেলার দ্রুত ক্ষমতা ধরে রাখে। এটি ‘মিক্সচার ভ্যারিয়েন্ট’ বলেও ব্যাখ্যা করছেন অনেকে। বহু বিশেষজ্ঞ বলছেন, ‘একেবারে ওমিক্রন’ এর মতো এই ভ্যারিয়েন্ট নয়। এক্সবিবির 'আর ভ্যালু' আগের ভ্যারিয়েন্টগুলির থেকে অনেকটাই বেশি। (Alessandro Bremec/LaPresse via AP) (PTI)
4/5তথ্য বলছে, এক্সবিবি.১.৫ এর গতি বিকিউ.১ এর থেকে ১২০ শতাংশ বেশি। এক্সবিবি.১.৫ আগের এক্সবিবি ভ্যারিয়েন্টগুলির থেকে ৯৫ শতাংশ দ্রুত বলেও জানানো হচ্ছে। নিউ ইয়র্কে গত অক্টোবর থেকে এই ভ্যারিয়েন্ট দানা বেঁধে অসুস্থতার সঞ্চার করে। (PTI Photo/S. Irfan) (PTI)
5/5বলা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রে হু হু করে করোনা ছড়িয়ে পড়ার নেপথ্যে রয়েছে এক্সবিবি.১.৫ ভ্যারিয়েন্ট। এই ভ্যারিয়েন্টের ফলেই ইউকের মতো দেশেও হু হু করে বেড়ে যাচ্ছে করোনার প্রকোপ। (AP Photo/Ng Han Guan) (PTI)