বাংলা নিউজ > টুকিটাকি > Cow hug day and Valentine's Day: প্রেমিকাকে নয়, ভ্যালেনটাইনস ডে হবে গরুকে জড়িয়ে ধরার দিন! এল নতুন প্রস্তাব

Cow hug day and Valentine's Day: প্রেমিকাকে নয়, ভ্যালেনটাইনস ডে হবে গরুকে জড়িয়ে ধরার দিন! এল নতুন প্রস্তাব

গরুকেই এই দিন ভালোবাসুন মনপ্রাণ দিয়ে

Cow hug day on valentine's day appeal proposed by animal welfare board see tweet: ভ্যালেনটাইনস ডে চলে এল বলে। তবে সিঙ্গল থাকলেও এই দিন পালন করতে পারবেন এবার। বিজ্ঞপ্তি জারি করে তেমন উপায় বাতলে দিচ্ছে প্রাণীকল্যাণ বোর্ড।

ভ্যালেনটাইনস ডে-তে সিঙ্গল থাকলেও চাপ নেই। আপনার জন‌্য ভালোবাসার নিদান দিচ্ছে সরকারি দফতর। ভ্যালেনটাইনস ডে-তে আর প্রেমিক বা প্রেমিকার জন্য অপেক্ষা করার দরকার নেই। গরুকেই এই দিন ভালোবাসুন মনপ্রাণ দিয়ে। ১৪ ফেব্রুয়ারি গরুই হোক আপনার 'ভ্যালেনটাইন'।

সোমবার হরিয়ানার ভারতের প্রাণীকল্যাণ দফতর (অ্যানিমাল ওয়েলফেয়ার বোর্ড অফ ইন্ডিয়া) থেকে এমন একটি আর্জি জানিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জানানো হয়, আগামী ১৪ ফেব্রুয়ারি দিনটি কাউ হাগ ডে (অর্থাৎ গরুকে জড়িয়ে ধরার দিন) হিসেবে পালন করা হোক। কেন্দ্রের মৎস্য, প্রাণী ও ডেয়ারি মন্ত্রকের অধীনে থাকা এই বিশেষ দফতরটির আর্জি, আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইন ডে-এর পাশাপাশি কাউ হাগ ডে হিসেবেও পালিত হোক।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ভারতীয় সংস্কৃতির মেরুদন্ড হল গরু। আমাদের জীববৈচিত্র্য রক্ষা করতে, জীবনধারণে ও গ্ৰামীণ অর্থনীতির বিকাশে গরুর ভূমিকা অপরিসীম। কামধেনু যেমন একদিকে মানুষকে ধনসম্পদে ধনী করে তোলে, গোমাতার প্রকৃতি হল আমাদের লালনপালন করা। বিজ্ঞপ্তির দ্বিতীয় অনুচ্ছেদে বলা হয়, পশ্চিমী সংস্কৃতির আগ্ৰাসনে আমাদের বৈদিক সভ্যতা দিন দিন বিলুপ্তির পথে এগিয়ে চলেছে। পশ্চিমী সভ্যতার চাকচিক্য আমাদের সংস্কৃতি আর ঐতিহ্যকে প্রায় ভুলিয়ে দিচ্ছে বলা যায়। গরুর থেকে অশেষ উপকার পাওয়া যায়। তাই গরুকে জড়িয়ে ধরলে শুধু ব্যক্তি নয়, গোটা সমাজই সুখী হবে। সমৃদ্ধ হবে আবেগ।’

‘তাই, গোমাতার উপকারের কথা মাথায় রেখে সমস্ত গরুপ্রেমীদের অনুরোধ করা হচ্ছে, আগামী ১৪ ফেব্রুয়ারি ভ্যালেনটাইনস ডে-এর পাশাপাশি কাউ হাগ ডে হিসেবে পালন করা হোক।' জীবনকে ‘সুখী ও ইতিবাচক শক্তিতে ভরিয়ে তুলতে’ এই আবেদন জানানো হয় প্রাণীকল্যাণ বোর্ডের তরফে। বিজ্ঞপ্তির শেষে লেখা হয়, ‘মৎস্য, প্রাণী ও ডেয়ারি মন্ত্রকের নির্দেশে এই আবেদনের বিজ্ঞপ্তি জারি করা হল।’

এটি টুইটারে শায়র করা হয়েছে। শেয়ার করা টুইট দেখার পর একজন কমেন্টে জানান, মায়ের সঙ্গে ভ্যালেনটাইনস ডে পালন করব? কথার মধ্যে আশ্চর্য হওয়ার ইঙ্গিত ছিল নির্দিষ্ট ব্যক্তির। আরেকজন ব্যক্তি লেখেন ‘ডাইন অ্যান্ড ওয়াইন উইথ বোভাইন অন কাউলেনটাইন ডে’। ভ্যালেনটাইনস ডে-কেই কিছুটা রসিকতা করে কাউলেনটাইন নাম দেন তিনি! সব মিলিয়ে অনেকেই এটি নিয়ে বক্র ইঙ্গিত করেছেন। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন