পুজোয় কি দার্জিলিং যাচ্ছেন? হোটেল, গাড়ি সব কি বুক করে ফেলেছেন? পরিবার নিয়ে বেড়াতে যাচ্ছেন। কিন্তু খুব সাবধান! অনলাইনে হোটেল খুঁজতে গিয়ে আর গাড়ি বুকিং করতে গিয়ে সাইবার প্রতারণার ফাঁদে যাতে আপনি না পড়েন সেব্যাপারে সাবধান হওয়া অত্যন্ত দরকার। এব্যাপারে আগাম ব্যবস্থা নিচ্ছে দার্জিলিং পুলিশ।
দার্জিলিং পুলিশ জানিয়েছেন মূলত পর্যটকদের টার্গেট করছে সাইবার প্রতারকরা। দার্জিলিংয়ের হোটেল বলে নানা ভুয়ো বিবরণ ঘুরছে অনলাইনে। সেখানে বুক করে আপনি ফেঁসে যেতে পারেন। এবার ঠিকঠাক অস্তিত্ব আছে( Authentic Hotels) এমন হোটেলের বিবরণ সম্পর্কিত একটা তালিকা প্রকাশের উদ্যোগ নিয়েছে দার্জিলিং পুলিশ। সেই তালিকা সংশ্লিষ্ট হোটেলের ফোন নম্বরও থাকবে। আপনি প্রয়োজনে সেখানে ফোন করে যোগাযোগ করতে পারেন। সেখানে একটি লিংক ও কিউআর কোড দেওয়া থাকছে। সেই লিঙ্কে গিয়ে বা কিউ আর কোড স্ক্যান করলেই সেই হোটেল ও হোমস্টের তালিকা আপনি পেতে পারেন। এই লিঙ্কের মাধ্যমে একটি ওয়েবপেজ খুলে যাবে। আর সেই ওয়েবপেজে গেলেই আপনি পেয়ে যাবেন আপনার পছন্দের হোটেল বা হোমস্টে। প্রকাশ করেছে দার্জিলিং জেলা পুলিশ।
অনলাইনে দার্জিলিংয়ের সেরা হোটেল, দার্জিলিংয়ের সস্তার হোটেল, ৫০০০ টাকার মধ্যে দার্জিলিংয়ের হোটেল, দার্জিলিংয়ের হেরিটেজ হোটেল এসব চক্করে আর আপনাকে ঘুরতে হবে না। আপনি সরাসরি দার্জিলিং পুলিশের দেওয়া লিঙ্কের মাধ্যমে আপনার সাধ্যের মধ্য়ে হোটেলের খোঁজ পেয়ে যেতে পারেন। তবে হিন্দুস্তান টাইমস বাংলা কেবলমাত্র প্রাপ্ত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন পেশ করছে। হোটেল বা হোমস্টের বিবরণ যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। পর্যটকদের হোটেল সম্পর্কিত যাবতীয় বিষয় খতিয়ে দেখেই তারপর বুকিং করা দরকার।
তাছাড়া যখন প্রচন্ড ভিড় থাকে পাহাড়ে তখন কিন্তু হোটেল ভাড়াও চড়চড় করে বাড়তে থাকে। দুর্গাপুজোর জন্য় অধিকাংশ হোটেলই বুক হয়ে গিয়েছে বলে খবর। এখন কালীপুজোর বুকিং চলছে। সেক্ষেত্রে হোটেল বা হোমস্টে যেগুলির ঘর এখনও বুকিং হয়নি তা এখনই বুক না করলে ফসকে যেতে পারে।