পরবর্তী খবর
বাংলা নিউজ > টুকিটাকি > Dev Diwali 2023 Wishes: দেব দীপাবলির পূণ্য লগ্নে প্রিয়জনকে জানান দিনটির শুভকামনা, পাঠান শুভেচ্ছাবার্তা
দীপাবলির ঠিক ১৫ দিন পর দেব দীপাবলি। এই দিন দেবতাদের দীপাবলি উৎসব পালন করা হয়। কার্তিক মাসের অমাবস্যার পর কার্তিক মাসের পূর্ণিমাতে পড়ে দিনটি।পুরাণ অনুসারে কথিত আছে, এই দিনটি আসলে দেবতাদের দীপাবলি। মহাদেব ত্রিপুরাসুরকে বধ করেছিলেন এই সময়। সেই উপলক্ষেই পালন করা হয় এই পূণ্য তিথি।
(আরও পড়ুন: তেঁতুলের ‘গুপ্তধন’ শীতেই বেশি কাজে লাগে! জেনে নিন কেন এখন এই ফল খাবেন)
দেব দীপাবলি মানেই মহাপূণ্য তিথি। এই লগ্নে প্রিয়জনদের শুভকামনা জানালে দিনটি আরও সুন্দর হয়ে ওঠে। ঈশ্বরের কৃপা বর্ষিত হয় সকলের উপর। তাই আজ দেব দীপাবলির শুভক্ষণে পরিজনদের দিনটির শুভেচ্ছা জানান। বেছে নিন আপনার পছন্দের শুভেচ্ছাবার্তা।
- দেব দীপাবলি দেবতাদের মাঝে পূণ্য উৎসব। এই দীপাবলি আমাদের মাঝে আনন্দের প্রকাশ ঘটায়। আবার আলোয় ভরিয়ে তোলে আমাদের জীবন। শুভ দেব দীপাবলি।
- শুভ দেব দীপাবলির অসংখ্য শুভেচ্ছা জানাই তোমাকে। এই শুভক্ষণে তোমার জীবন আলোকিত হয়ে উঠুক।
- দেব দীপাবলির অসংখ্য শুভেচ্ছা রইল তোমার তোমার পরিবারের প্রতি। এই দিনটিতে তোমার জীবনেও দীপাবলির পূণ্য আলো জ্বলে উঠুক। সব অন্ধকার মুছে যাক।
(আরও পড়ুন: মনমেজাজ চাঙ্গা রাখে এই ৫ গাছ! বাড়ির ভিতরেই নিশ্চিন্তে লাগাতে পারেন)
- দীপাবলি তো আসলে আঁধার মোছার উৎসব। জীবনে যত আঁধার লেগে আছে, সব একে একে মুছে যাক। এটাই কামনা করি। দেব দীপাবলির অসংখ্য শুভকামনা রইল।
- শুভ দেব দীপাবলি জানাই তোমাকে ও তোমার পরিবারকে। তোমার যা কিছু সমস্যা সব মিটে যাক। আবার হাসিমুখে জীবনে পথচলা শুরু করো। দেব দীপাবলির অসংখ্য শুভেচ্ছা রইল।
- দেব দীপাবলি মানেই দেবতাদের উৎসব। আবার মানুষের জীবনেও এই দিনটি খুব গুরুত্বপূর্ণ। তোমার উপর আশীর্বাদ বর্ষিত হোক দেবতাদের।
- দেবতাদের আলোর উৎসবে আলোকিত হয়ে উঠুক তোমার জীবন। দেব দীপাবলির অসংখ্য শুভেচ্ছা জানাই তোমাকে। আরও সুন্দর হোক তোমার আগামীদিনের পথচলা।
- দেব দীপাবলি আমাদের জীবনের সুখের ক্ষণ বয়ে আনে। সেই সুখের মুহূর্তে ভেসে যাক তোমার জীবন। কেটে যাক সব অন্ধকার। শুভ দেব দীপাবলি।
- দেব দীপাবলিতে পরিবারের সবাইকে নিয়ে অনেক আনন্দ করো। দিনটি যেন খুব সুন্দর কাটে। দিনটির মতোই তোমার জীবন সুন্দর হোক।
- শুভ দেব দীপাবলি বন্ধু। তোমার এই দিনটা সুন্দরভাবে কাটুক এই কামনা করি। জীবন ভরে উঠুক আলোর ঐশ্বর্যে।