রাত পেরোলেই খুশির ইদে মেতে উঠবে ভারত এবং বাংলাদেশ। গত এক মাস ধরে যে দিনটার জন্য অপেক্ষা করছিলেন ভারত এবং বাংলাদেশের মুসলিমরা, সেটা এসে যাবে আর একটা ছোট্ট ঘুমের পরেই। ইদের আমেজটা চেটেপুটে নিতে অনেকেই হয়ত বেশিক্ষণ ঘুমাবেনও না। সকাল-সকাল নমাজ পড়ে ঘুরতে বেরিয়ে পড়ারও পরিকল্পনা সেরে ফেলেছেন। অনেকেই নিজের পরিজনের বাড়িতে যাবেন। জমিয়ে খাওয়া-দাওয়া করবেন। তবে সেইসবের মধ্যে সকাল-সকাল তো নিজের প্রিয়জন ও ভালোবাসার মানুষকে ইদের শুভেচ্ছা জানাতে হবে। নিজের প্রিয় মানুষটাকে কতটা ভালোবাসেন, তা আগেভাগেই বুঝিয়ে দিতে পারবেন শুভেচ্ছাবার্তা। আর ইদে কী কী শুভেচ্ছাবার্তা পাঠাবেন, রইল সেই টিপস।
বাংলায় ইদের শুভেচ্ছাবার্তা
১) ইদ মানে আনন্দ, আমাদের সকলের জন্য অনাবিল আনন্দ, সুখ এবং শান্তি বয়ে আনুক ইদ। ইদ মোবারক।
২) সকলকে জানাই পবিত্র ইদের শুভেচ্ছা। খুশিতে ভরে উঠুক আপনাদের জীবন। ইদ মোবারক।
৩) ইদ মোবারক। সকলকে খুশির ইদের শুভেচ্ছা ও অভিনন্দন। এই খুশির ইদ আপনার জীবনে সুখ ও শান্তি নিয়ে আসুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।
৪) আল্লাহ আপনাকে অনেক সুখ এবং সমৃদ্ধি দিয়ে আশীর্বাদ করুক। আশা করি যে এই ইদ আপনার জন্য অপার সুখ নিয়ে আসুক। সকলকে জানাই পবিত্র ইদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
৫) প্রার্থনা করি, খুশির ইদ সকলের জীবনে বয়ে আনুক সুখ, শান্তি ও সমৃদ্ধি। শুভ কামনা রইল প্রত্যেকের জন্য।
৬) পবিত্র ইদের অনেক শুভেচ্ছা। আপনাকে ও আপনার পরিবারের সকলকে অভিনন্দন রইল।
৭) রমজানের রোজার শেষে এল খুশির ইদ। সকলকে জানাই ইদ মোবারক।
৮) ইদ মোবারক। পবিত্র ইদের শুভেচ্ছা ও প্রাণভরা ভালবাসা রইল।
৯) সকলকে জানাই পবিত্র ইদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।
ইংরেজিতে ইদের শুভেচ্ছাবার্তা
১) Wishing you and your family a joyful Eid-ul-Fitr filled with love, laughter, and blessings. Eid Mubarak!
২) In the stillness of Ramadan, we find the strength to conquer our inner battles, and in the celebration of Eid, we rejoice in victory and unity. Ramadan teaches us the beauty of patience, the power of prayer and the grace of gratitude, while Eid crowns our journey with the jewels of joy and blessings. Alvida Ramadan and Eid Mubarak from us to you!
৩) Sending you warm wishes on Eid-ul-Fitr, may this day bring peace and prosperity to your life. Eid Mubarak!
৪) Eid-ul-Fitr is a time to appreciate the blessings in our lives and spread happiness to others. Wishing you a joyful Eid with your loved ones. Eid Mubarak!
৫) May the spirit of Eid bring unity, compassion, and love to our hearts and homes. Eid Mubarak to all!
আরও পড়ুন: ইদে বর্ষণ বাংলার ১২ জেলায়! ১১ এপ্রিল কেমন থাকবে পশ্চিমবঙ্গের আবহাওয়া?
৬) Ramadan is the gentle rain that nourishes the soul, while Eid is the rainbow that colours our world with hope, love and blessings. Hope you have the best of both. Eid Mubarak!
৭) Eid is a time to celebrate, cherish memories, and strengthen bonds. Wishing you a wonderful Eid-ul-Fitr with your family and friends. Eid Mubarak!
৮) As the crescent moon shines above, I wish you an Eid filled with love, joy, and togetherness. Eid Mubarak!
৯) May the divine blessings of Allah fill your life with peace, happiness, and success. Eid Mubarak to you and your family!