Air quality index report: চরম দূষিত দেশের বায়ু। বায়ুদূষণের শীর্ষে প্রথম ৫০টি শহরের মধ্যে ৩৯টি শহর। এই প্রতিটিই আদতে ভারতীয় শহর!
1/6গত বছরের তুলনায় আরও খারাপ দশা হল ভারতের। ২০২২ সালে বায়ুদূষণের মাত্রা অনুযায়ী পঞ্চম স্থানে ছিল ভারত। সেখান থেকেই আরও খারাপ পরিস্থিতি এখন দেশের। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
2/6দিন দিন কলকারখানা থেকে নির্গত ধোঁয়া পরিবেশ দূষণের কারণ হচ্ছে। পিএম ২.৫এর মাত্রা ভারতীয় উপমহাদেশে ৫৩.৩ এর বেশি। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে পিএম ২.৫এর মাত্রা বেঁধে দেওয়া হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
3/6এই পরিমাণ আদতে হু নির্ধারিত পরিমাণের ১০ গুণ বেশি। সুইস সংস্থা আইকিউ এয়ারের রিপোর্টেও এবার দেশের করুণ অবস্থার প্রতিফলন দেখা গেল। মঙ্গলবার বায়ুদূষণের এই রিপোর্ট প্রকাশিত হয়। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
4/6মঙ্গলবার প্রকাশিত রিপোর্টে দেখা যায়, ভারতের ৩৯টি শহর রয়েছে সংস্থার প্রথম ৫০টি শহরের তালিকায়। অর্থাৎ এই শহরগুলিতে দূষণের পরিমাণ অনেকটাই বেশি। ২৩০০ শহরের তালিকার একেবারে শীর্ষেই আছে শহরের নাম। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
5/6 ২০২৩ সালে সবচেয়ে দূষিত প্রথম কয়েকটি দেশ হল চাদ, ইরাক, পাকিস্তান, বাহারিন, বাংলাদেশ, বার্কিনা ফাসো, কুয়েত ও ভারত। সবচেয়ে দূষিত দেশ চাদের বায়ুদূষণের মাত্রা ৮৯.৭। এই দেশগুলিতে পিএম ২.৫ দূষণের মাত্রা অনেকটাই বেশি। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)
6/6দূষণের জন্য কত আর্থিক বোঝা চাপতে পারে দেশের ঘাড়ে? সুইস সংস্থার মতে, ১৫০ বিলিয়ন ডলারের বোঝা চাপবে দেশের ঘাড়ে। এই দূষণের ২০ থেকে ৩৫ শতাংশ হচ্ছে দেশের পরিবহন ব্যবস্থার কারণে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে Freepik)