ভারত বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক দেশ। শুক্রবার থেকে দেশজুড়ে শুরু হল লোকসভা ভোট। দেশজুড়ে শুরু গণতন্ত্রের উৎসব। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের সেই উৎসবে শামিল গুগলও। আজ ২০২৪ লোকসভা ভোটের প্রথমপর্ব। ১৯ এপ্রিল দেশজুড়ে ১৮তম লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ। প্রথম দফায়, দেশের ২১টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মোট ১০২টি আসনে ভোটগ্রহণ হচ্ছে।
গণতন্ত্রের উৎসবে শামিল গুগলও
১৮তম লোকসভা নির্বাচন শুরুর দিনে নতুন ডুডল প্রকাশ করল গুগল। আঙুলে কালি দেওয়া ভোটের চিহ্নেই সেজে উঠল গুগল ডুডল। Google এই গণতান্ত্রিক উৎসব উদযাপন করছে। ভারতে ভোটদানকে চিত্রিত করতে ভোটিং সাইন সহ ডুডল পরিবর্তন করেছে গুগল। এই গুগল ডুডল মানুষকে ভোট দিতে উৎসাহিত করবে। সাত দফার মধ্যে প্রথম দফাতেই সবচেয়ে বেশি আসনে ভোট হচ্ছে।
আরও পড়ুন: লাইনে দাঁড়িয়ে ভোট দিলেন বিশ্বের সবচেয়ে খর্বকায় মহিলা, 'এটা আমাদের কর্তব্য', বার্তা জ্যোতির
কী দেখা গিয়েছে ডুডলটিতে
ভারতে ২০২৪ সালের লোকসভা নির্বাচনকে সামনে রেখে ডুডল পরিবর্তন করেছে গুগল। ডুডলে ভোট দেওয়ার পর হাতে লাগানো কালি দেখানো হয়েছে। এই গুগল ডুডল জনগণকে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিতে উদ্বুদ্ধ করছে। Google বিশ্বের ঘটনাগুলির সাথে সম্পর্কিত বিষয়গুলির উপর তার ডুডলগুলি পরিবর্তন করতে থাকে। গুগলের ক্রোম খুললেই আজ চোখে পড়বে ডুডলটি।
আরও পড়ুন: ২১-এর নিসাকে মুড়ে আবার একদিনের জন্য পেটে রাখতে চান কাজল! কারণ জানলে হেসে ফেলবেন
ভোটের দিন বদলাল ডুডল
বিশেষ কোনও দিন মানেই বিশেষ ডুডল আনবে গুগল। সার্চ করলেই দেখা যাবে সেই সুন্দর ভাবে সাজানো নতুন ডুডল। গুগলে কিছু সার্চ করতে গেলে তার সার্চ বক্সের মাথায় যে নক্সা করা ছবিটি থাকে তাকেই ডুডল বলা হয়। আর প্রত্যেক দিনই এই ছবি বদলে যায়।
আরও পড়ুন: শাহরুখ-গৌরীর ভাড়া বাড়িতে থাকার গল্প শোনালেন চাঙ্কি, বললেন, ‘ও একটুও বদলায়নি..’
ডুডল সম্পর্কে জানুন
প্রতিটি ডুডল কিছু না কিছুর প্রতীক। ডুডলের ছবিতে ক্লিক করলেই সেই ছবি সম্পর্কে বিশদে জানা যায়। কেনই বা এই ডুডলের ব্যবহার করা হয়েছে সেই সম্পর্কে সমস্ত তথ্যই দেওয়া থাকে এই পেজে। রোজই কোনও ব্যক্তি বা কোনও আবিষ্কারের বিষয় জানান দেওয়ার জন্য নতুন ডুডল তৈরি করা হয়।