এই নিয়ে রীতিমতো ট্রোলিংও শুরু হয়ে সোশ্যাল মিডিয়ায়। বিশেষত চিনের সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম Weibo-তে ট্রেন্ড করেছে এই সম্পর্কিত হ্যাশট্যাগ। কারও কারও মতে, ফ্যাশনের নামে টাকা নষ্ট করে ফেলবেন অনেকে।
1/5ফ্যাশন লেবেল Gucci এবং স্পোর্টসওয়্যার সংস্থা Adidas। দু'জনে মিলে বানাল ১ লাখ টাকা দামের ছাতা। তবে দুঃখের বিষয়, বৃষ্টির জল আটকাতে অক্ষম এই ফ্যাশান ছাতা। ফাইল ছবি: গুচি (Gucci)
2/5১,৬৪৪ মার্কিন ডলার দাম এই ছাতার। ভারতীয় মুদ্রায় যা প্রায় ১.২৭ লক্ষ টাকা। অর্থাত্ একটা মোটামুটি ভাল মোটরসাইকেল হয়ে যাবে এই দামে। আর সেই দামেরই ছাতা। ফাইল ছবি: গুচি (Gucci)
3/5এই নিয়ে রীতিমতো ট্রোলিংও শুরু হয়ে সোশ্যাল মিডিয়ায়। বিশেষত চিনের সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম Weibo-তে ট্রেন্ড করেছে এই সম্পর্কিত হ্যাশট্যাগ। কারও কারও মতে, ফ্যাশনের নামে টাকা নষ্ট করে ফেলবেন অনেকে। ফাইল ছবি: গুচি (Gucci)
4/5বিশেষত, ছাতাটি জলও আটকাতে পারে না। শুধুমাত্র রোদ আটকাতে সক্ষম। অর্থাত্ এটির কাজ শুধুমাত্র আপনার আউটফিটের একটি অংশ হওয়া। তার বেশি এর থেকে কিছু আশা না করাই ভাল। ছাতাটি যে 'ওয়াটারপ্রফ নয়', তা লেখা আছে গুচির ওয়েবসাইটেও। ফাইল ছবি: গুচি (Gucci)
5/5ছাতাটির ইতালিতে তৈরি করা হয়েছে। রয়েছে কাঠের হ্যান্ডেল। বেশ শৌখিন করে বানানো। কিন্তু এটি বানাতে যে ১ লক্ষ টাকা খরচ হয় না, তা হলফ করেই বলা যেতে পারে। ফাইল ছবি: গুচি (Gucci)