বাংলা নিউজ > টুকিটাকি > ছাতার দাম এক লাখ টাকা, এদিকে বৃষ্টির জলও আটকায় না!

ছাতার দাম এক লাখ টাকা, এদিকে বৃষ্টির জলও আটকায় না!

এই নিয়ে রীতিমতো ট্রোলিংও শুরু হয়ে সোশ্যাল মিডিয়ায়। বিশেষত চিনের সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্ম Weibo-তে ট্রেন্ড করেছে এই সম্পর্কিত হ্যাশট্যাগ। কারও কারও মতে, ফ্যাশনের নামে টাকা নষ্ট করে ফেলবেন অনেকে।