বাংলা নিউজ > টুকিটাকি > Viral Video: ‘দুটো বিয়ে করব’, বিয়ের পরেই চিৎকার মহিলার! ভিডিয়ো দেখে হতবাক সবাই, কেন এই দাবি

Viral Video: ‘দুটো বিয়ে করব’, বিয়ের পরেই চিৎকার মহিলার! ভিডিয়ো দেখে হতবাক সবাই, কেন এই দাবি

পাত্রীর দাবি শুনে হতবাক সকলে। 

Viral Video: বিয়ের অনুষ্ঠান পর্ব শেষ হতে না হতেই আবার বিয়ের দাবি মহিলার। পরিস্থিতি সামলাতে হাজির হল পুলিশ। 

বহু ভিডিয়োয় সোশ্যাল মিডিয়ায় নিত্য ভাইরাল হয়ে যায়। তার কোনওটি খুব মজার। আবার কোনওটি খুবই দুঃখের। হালে একটি ভিডিয়ো ভাইরাল হয়ে গিয়েছে, সেটি নিয়ে অবশ্য মিশ্র প্রতিক্রিয়া জানিয়েছেন নেটিজেনরা।

সম্প্রতি এক মহিলার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। ভিডিয়োয় দেখা গিয়েছে, সেই মহিলা তীব্র স্বরে চিৎকার করে বলছেন, তিনি দুটো বিয়ে করতে চান। মহিলার পরনে বিয়ের পোশাক। আর এখান থেকেই অনেকের দৃষ্টি আকর্ষণ করেছে ভিডিয়োটি।

(আরও পড়ুন: মাছ খেয়েও এমন হতে পারে? স্বামী কোমায়, মৃত্যু স্ত্রীর)

ঘটনাটি কী ঘটেছে? শোনা গিয়েছে, এই মহিলার অমতে তাঁকে জোর করে বিয়ে দেওয়া হয়েছে। দিয়েছেন বাড়ির লোকজন। মহিলা তাঁর প্রেমিককে বিয়ে করতে চেয়েছিলেন। কিন্তু বাড়ির লোকজন নিজেদের পছন্দের পাত্রের সঙ্গে তাঁর বিয়ে দিয়েছেন। আর তাতেই রীতিমতো ঝঞ্ঝাট বেঁধেছে। বিয়ের অনুষ্ঠান মিটতে না মিটতেই মহিলা দাবি করতে শুরু করেছেন, তিনি দ্বিতীয় বার বিয়ে করবেন। এবং এবার তাঁর প্রেমিককে বিয়ে করবেন। শেষে পরিস্থিতি এমন মারাত্মক হয়ে উঠেছে, সামাল দেওয়ার জন্য পুলিশও ডাকা হয়েছে।

এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই মিশ্র প্রতিক্রিয়া এসেছে নেটিজেনদের থেকে। কেউ কেই গোটা ঘটনাটি এবং মহিলার আচরণ নিয়ে হাসি তামাশা করেছেন। এমনকী কেউ কেউ বলেছেন, ওঁকে দেখে নেশাগ্রস্ত বলেও মনে হচ্ছে।

কিন্তু বড় অংশের মানুষ এই ঘটনায় মহিলার বাড়ির লোকজনের নিন্দাই করেছেন। তাঁদের বক্তব্য, এই কারণেই পাত্র বা পাত্রীর অমতে তাঁদের বিয়ে দিতে নেই। তাতে কারও জীবনই সুখের হয় না। উলটে এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয়।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

বন্ধ করুন