আদিম যুগের অনেক প্রাণী আজ পৃথিবী থেকে হারিয়ে গেছে নানান প্রাকৃতিক কারণে। জীবজগতে এই অজানা প্রজাতির সম্পর্কে জ্ঞান আরহরণের কৌতূহল মানুষের অনেক আগে থেকেই। সেই সকল প্রাণীর জীবনধারণ, খাদ্যাভ্যাস এবং জীববৈচিত্রের উপর তাদের প্রভাব, প্রভৃতি বিষয়ের উপর অনুসন্ধানের জন্য বিজ্ঞানীরা অনবরত কাজ করে চলেছে।
এরকম একটি প্রাণী হল ডাইনোসর। এই প্রাণীটি সম্বন্ধে নিত্যনতুন তথ্য আবিষ্কারের জন্য মানুষ আজও কাজ করে চলেছে। বর্তমানেও ডাইনোসর নিয়ে চলেছে বিরামহীন গবেষণা। নতুন নতুন গবেষণায় উঠে আসে নতুন নতুন তথ্য। যা ডাইনোসরের বিলুপ্তি ও বিবর্তনের ইতিহাসকে নতুন করে বুঝতে সাহায্য করছে।
সম্প্রতি তথ্য অনুযায়ী, ভারতের রাজস্থানের জয়সলমের জেলা থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে ১৬.৭ মিলিয়ন বছর পুরোনো ডাইনোসরের একটি জীবাশ্ম পাওয়া গেছে। এই জীবাশ্মটি আবিষ্কার করেছে আইআইটি রুরকি এবং জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI)। ২০১৮ সালে জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (GSI), রাজস্থানের জয়সলমেরের পাথুরে জায়গায় জীবাশ্ম অনুসন্ধানের কাজ শুরু করেন। তারা মনে করেন যে ডাইনোসর এবং তাদের সমসাময়িক প্রাণীদের জীবাশ্ম পাওয়া যেতে পারে এই অঞ্চলটি থেকে।
খনন কার্য শুরুর বেশ কিছু সময় পরে জিএসআই এবং আইআইটি রুরকি দল সম্পূর্ণ নতুন প্রজাতির একটি ডাইনোসরের দীর্ঘ-গলাযুক্ত জীবাশ্ম খুঁজে পান। জীবাশ্মটি পরীক্ষা এবং পর্যবেক্ষণ করে দেখা যায় যে, এটি একটি ডাইনোসরের জীবাশ্ম হলেও, রয়েছে কিছু নতুনত্ব। দীর্ঘ গলাযুক্ত ডাইনোসরের এই রকম জীবাশ্ম প্রথমবার ভারতেই পাওয়া গেল। যেহেতু জীবাশ্মটি থর মরুভূমি থেকে পাওয়া গেছে, তাই অনুমান করা হচ্ছে যে, এটির বাসভূমি ছিল ভারতেই। এই নতুন জীবাশ্মটির নাম দেওয়া হয়েছে 'থারোসরাস ইন্ডিকাস'।
জীবাশ্মটি বৈশিষ্ট্য দেখে বিজ্ঞানীরা মনে করছেন যে, এটি তৃণভোজী ডাইনোসরের জীবাশ্ম। জনসাধারণের অনেকেই জানেন না, ডাইনোসরের তৃণভোজী প্রজাতিরও রয়েছে। এই প্রজাতির ডাইনোসররা গাছের পাতা, ডাল, ঘাস খেয়ে জীবনধারণ করত। ভারতীয় উপমহাদেশে আবিষ্কার হাওয়া ডাইনোসরের এই জীবাশ্মটি থেকে অনুমান করা যায়, ভারতীয় উপমহাদেশেই হয়তো বসবাস করত প্রাচীনতম ডাইনোসরেরা।