Kiss Day 2023: ভ্যালেনটাইনস ডে-এর আগের দিন কিস ডে। প্রিয় মানুষকে এই দিন কিস করে নিজের ভালোবাসা জানানোর দিন। তবে কীভাবে কিস করলে খুশি হবে সে, জেনে রাখা ভালো।
1/6ভ্যালেনটাইনস ডে-এর আগের দিন কিস ডে। ১৩ ফেব্রুয়ারি প্রিয় মানুষটিকে কিস করে ভালোবাসা জানানোর দিন। এদিন শরীরের কোন স্থানে চুম্বন করছেন, তাও গুরুত্বপূর্ণ। তার উপর নির্ভর করছে আপনার চুম্বনের ইঙ্গিত। (Freepik)
2/6গালে চুম্বন: গালে চুম্বন দিয়ে স্নেহ প্রকাশ করা হয়। এর মাধ্যমে পাশে থাকা বোঝানো হয়। এছাড়াও ভালোবাসা ও প্রেম প্রকাশের জন্য গালে চুম্বন করা হয়। (Freepik)
3/6 ঠোঁটে চুম্বন: ভালোবাসা প্রকাশের শ্রেষ্ঠ উপায় হল ঠোঁটে চুম্বন। তীব্র আবেগ প্রকাশের মাধ্যম হল ঠোঁটে ঠোঁট রেখে গভীর চুম্বন। এই চুম্বনে সম্পর্ক গভীর হয়। (Freepik)
4/6ঘাড়ে চুম্বন: ঘাড়ে চুম্বনের একটি বিশেষ ইঙ্গিত রয়েছে। ভালোবাসার সঙ্গী আপনার ঘনিষ্ঠ হতে চান এই চুম্বনের মাধ্যমে। তবে এমন চুম্বন বেডরুমেই হয় বেশি। (Freepik)
5/6হাতে চুম্বন: সাধারণত কাউকে পছন্দ হলে এমন চুম্বন দেওয়ার রীতি। নিজের পছন্দ তাকে জানাতে তার হাতে আলতো করে চুম্বন এঁকে দেন ব্যক্তিটি। প্রিয়জনকেও এমন চুম্বন উপহার দিতে পারেন কিস ডে-তে। (Freepik)
6/6কানে চুম্বন: কানে চুম্বনও বিশেষ ঘনিষ্ঠতাকেই বোঝায়। বেডরুম কাপলদের মধ্যে প্রায়ই এমন চুম্বন হয়। আপনার সঙ্গী আপনাকে সেভাবে চুমু খেলে বুঝে নিতে হবে বাকিটা। (Freepik)