আজকের নেট দুনিয়ার ভাইরাল হয় রকমারি খাবার দাবার। লেবু দিয়ে কিংবা মশলা দিয়ে চা খাওয়ার কথা আমরা সকলেই জানি। লঙ্কা কিংবা গরম মশলা দিয়ে চায়ের রেসিপিও আজ সকলের জানা। কিন্তু এবার কফি আর দুধ দিয়ে বানানো হল ম্যাগি। শুনেই অবাক লাগে, তাই না? কিন্তু ঠিকই শুনেছেন। সম্প্রতি এক স্ট্রিটফুড বিক্রেতার এমন রেসিপিতে চক্ষু কপালে ওঠার জোগাড়। এমন উদ্ভট রেসিপি খেয়ে চান না অনেকেই, কিন্তু কেউ কেউ পরখ করে দেখছেন কফি-ম্যাগি-এর এই নতুন রেসিপি।
এইচএনভি স্ট্রিটফুড নামের একটি ইনস্টাগ্রাম পেজে এই বিক্রেতার অদ্ভুত রান্নার একটি ভিডিয়ো শেয়ার করা হয়েছে। ক্লিপটি শুরুতে দেখা যায়, এক ব্যক্তি একটি পাত্রে দুধ ফুটিয়ে ম্যাগি নুডলস দিচ্ছেন। তিনি এতে কিছু সবজি, ম্যাগি মশলা, কফি গুঁড়ো এবং হলুদ গুঁড়োও মেশান। রান্না শেষে চেখে দেখার পরে তিনি এটিকে 'চমৎকার' বলে বর্ণনাও করেন। ইনস্টাগ্রাম জুড়ে ভাইরাল সেই ভিডিয়ো।
কফি আর ম্যাগির এই অদ্ভুত খাবারের পোস্টটি ৯ ফেব্রুয়ারি শেয়ার করা হয়েছিল ইনস্টাগ্রামে। পোস্ট হওয়ার পর থেকে এটিতে প্রায় চার লাখ লাইক পড়েছে। ৩,৯০০ টিরও বেশি মন্তব্য এসেছে কমেন্টবক্সে। অনেকেই পোস্টের কমেন্ট বিভাগে গিয়ে এই রান্নার প্রতি তাদের অসন্তোষ প্রকাশ করেছেন।
একজন ব্যক্তি মন্তব্য করেছেন, ‘ঈশ্বর আপনাকে ক্ষমা করবেন না।’
একজন এই ভিডিয়োর নীচে লিখেছেন, ‘এই ভিডিয়োটি দেখা মাত্রই আমার পেট খারাপ লাগছে।’
অপর একজন পোস্ট করেছেন, ‘এটি ম্যাগি নয়, এটি বিষ।’
ইতিবাচকের তুলনায় নেতিবাচক মন্তব্যই এসেছে অনেক বেশি। একজন মন্তব্য করেছেন, ‘এটি যে কাউকে অসুস্থ করে তুলতে পারে।’
কফি, ম্যাগি মশলা, হলুদ সহযোগ বানাবেন নাকি এমন রেসিপি? কিংবা নতুন কোনও খাবার বানিয়েও আপনি বিখ্যাত হতে পারেন নেট মাধ্যমে।