ফেসবুকের মূল কোম্পানি মেটার প্রতিষ্ঠাতা ও সিইও মার্ক জুকারবার্গ ব্যবসা জগতের একটি বড় নাম। প্রায়ই শিরোনামে থাকেন তিনি। সম্প্রতি খবর এসেছে জুকেরবার্গ বিশ্বের সবচেয়ে বড় ও বিলাসবহুল বাড়ি তৈরি করতে যাচ্ছেন, যেখানে থাকবে আধুনিক সব সুযোগ-সুবিধা। এ ছাড়াও প্রতিদিনই তাঁর ফিটনেসের খবর আসছে। তবে এবার তার গরু পালনের শখ আলোচনায়।
আসলে, তিনি তাঁর ইনস্টাগ্রাম পোস্টের মাধ্যমে নতুন শখের কথা বলেছেন, যেখানে তিনি বলেছেন যে তিনি তাঁর গরুকে বিয়ারেরসঙ্গে শুকনো ফল মিশিয়ে খাওয়ান। এতে করে তিনি বিশ্বের সেরা গরুর মাংস উৎপাদন করেন। জুকেবার্গ বুধবার একটি ইনস্টাগ্রাম পোস্টে গরু এবং গরুর মাংসের প্রতি তাঁর আবেগ সম্পর্কে বলেছেন।
- জুকেরবার্গ কেন গরু পালন করছেন
তাঁর পোস্টে, জুকেরবার্গ বলেছেন যে তিনি কাউই দ্বীপের কোওলাউ রাঞ্চে ওয়াগিউ এবং অ্যাঙ্গাস গবাদি পশু লালন-পালন করছেন। তিনি জানান, তিনি শুধু এসব গবাদিপশু লালন-পালন করেন না, এর পেছনে বিশেষ উদ্দেশ্য রয়েছে। এই জায়গায় নাকি গরুকে বিশেষ ধরনের খাবার দেওয়া হচ্ছে। আসলে জুকেরবার্গের পরিকল্পনা হল বিশ্বের সর্বোচ্চ মানের গরুর মাংস তৈরি করা।
- কী বলছেন জুকেরবার্গ
পোস্টটির সঙ্গে মার্ক জুকেরবার্গের একটি ছবি দেন। যেখানে মার্বেল গরুর মাংসের একটি টুকরো তাঁর সামনে রাখা হয়েছে, যা সম্পূর্ণ রান্না করা অবস্থায় দেখা যাচ্ছে। এই পোস্ট দিয়েই নিজের পরিকল্পনার কথা জানিয়েছেন জুকেরবার্গ। তিনি লিখেছেন, ‘আমি কাউইয়ের কোওলাউ রাঞ্চে গবাদি পশু পালন শুরু করেছি এবং আমার লক্ষ্য হল বিশ্বের সর্বোচ্চ মানের গরুর মাংস তৈরি করা। এখানকার গবাদি পশুরা হল ওয়াগিউ এবং অ্যাঙ্গাস, এবং তারা আমাদের দ্বারা জন্মানো ম্যাকাডামিয়া খাবার এবং বিয়ার পান করে বড় হবে।’
- ঘটনায় প্রতিবাদে PETA
এই ঘটনার প্রতিবাদ করেছে পশু সংরক্ষণকারী সংস্থা PETA। তাদের তরফে একটি পোস্ট দিয়ে জানানো হয়েছে, পৃথিবী আরও অনেক কিছু সুন্দর করার আছে। সেগুলি খুব সৃজনশীলও হতে পারে। পৃথিবীকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য ভয়ঙ্কর বানাবেন না। বরং প্রতিটি প্রাণীকে ভালোবেসে বাঁচতে দিন। প্রতিটি প্রাণীই কেউ না কেউ। ফলে তাদেরও বাঁচার অধিকার আছে। PETA-র বক্তব্য, জুকেরবার যদি নিজের বুদ্ধি এবং মেধাকে উদ্ভিজ্জ মাংস তৈরি এবং সেটির প্রচারের কাজে ব্যবহার করেন, তাহলে আদপেই সব মানুষের উপকার হবে। ভবিষ্যতের জন্য সেটি দরকারি।