আজকাল সোশ্যাল মিডিয়ার যুগে সবাই মিম লাভার। সোশ্যাল মিডিয়া মানেই যেন বিনোদন, এক টুকরো আনন্দ। সোশ্যাল মিডিয়ায় এই বছর একাধিক মিম দারুণ জনপ্রিয় হয়েছিল যা দেখে প্রাণ খুলে হেসেছে সকলে। অনেকে আবার সেই ভাইরাল ট্রেন্ডে গাও ভাসিয়েছেন। তবে জানেন কি এই সমস্ত মিমের মধ্যে কোন ১০টি মিম সব থেকে বেশি জনপ্রিয় হয়েছিল? গুগলে কোন মিমগুলো সব থেকে বেশি সার্চ করা হয়েছে এই বছর, সেটা ২০২৩ ফুরানোর আগে চলুন দেখে নেওয়া যাক।
১. সবার আগে বলা যাক ভূপিন্দর যোগীর কথা। এক ব্যক্তিকে এক সাংবাদিক যখন জিজ্ঞেস করেন তাঁর নাম কী তিনি জানান ভুপিন্দর যোগী। তারপর যখন সেই সাংবাদিক তাঁর ফের জিজ্ঞেস করেন যে আমেরিকার কোথায় কোথায় বেড়াতে গিয়েছেন তিনি সেটার উত্তরেও ফের তিনি তাঁর নিজের নাম বলেন। এটা দারুণ জনপ্রিয় হয়েছিল এই বছর।
২. তারপরই বলা যাক জাস্ট লুকিং লাইক এ ওয়াও এর কথা। এক শাড়ি বিক্রেতা মহিল যেভাবে তাঁর জিনিস প্রচার করেছিলেন সেটা অনেকেরই নজর কাড়ে। ট্রেন্ডে গা ভাসান সেলেব থেকে সাধারণ মানুষ। এখন তো কাউকে ভালো লাগলেই তাকে জাস্ট লুকিং লাইক এ ওয়াও বলেই অভিহিত করা হচ্ছে।
৩. মোয়ে মোয়ে ট্রেন্ড এবার দারুণ জনপ্রিয় হয়েছিল। এটি আদতে একটি সার্বিয়ান গান। নেটিজেনরা যেখানে পেরেছেন এই গানটি ব্যবহার করে সেটাকে দিয়ে মিম বানিয়েছেন।
৪. বিহারের একটি ক্লাস সিক্সের ছাত্রর ভিডিয়ো এই বছর দারুণ ভাইরাল হয়। তাঁকে যখন জিজ্ঞেস করা হয় পছন্দের বিষয় কী, সে পাল্টা জিজ্ঞেস করে অ্যাঁ? এটা দেখে অনেকেই ভারী মজা পেয়েছেন।
৫. অওকাত দিখা দি মিম এবার নেটিজেনদের দারুণ মনে ধরেছিল। অবিশ্বাস্য ঘটনা ঘটলে বা অবাক হয়েছেন কেউ কিছু দেখে সেটা বোঝাতে অনেকেই এই মিম ব্যবহার করেছেন এই বছর।