UPSC exam best books: ইউপিএসসি পরীক্ষার জন্য মোটামুটি একবছর আগে থেকে প্রস্তুতি নেওয়া উচিত। তবে এই পরীক্ষার জন্য কোন কোন বই পড়া ভালো, সে ব্যাপারে পড়ুয়ারা ধন্দে পড়ে যান। কী বই পড়বেন ঠিক করে উঠতে পারেন না। এই প্রতিবেদনে রইল ইউপিএসসি পরীক্ষার সেরা বইগুলির খোঁজ।
1/7ইন্ডিয়ান পলিটি এম লক্ষীকান্ত: এম লক্ষীকান্তের ইন্ডিয়ান পলিটি ফর সিভিল সার্ভিস এক্সামিনেশন বইটি নিয়ে আলাদা করে কিছু বলার নেই। ইউপিএসসি পরীক্ষার জন্য পলিটির সেরা বই হিসেবে এই বইটি বেছে নিতে পারেন। ফল ভালো হবেই।
2/7ইন্ডিয়ান ইকোনমি শ্রীরাম আইএএস: ইউপিএসসি পরীক্ষার আরেকটি বিষয় অর্থনীতি। এর জন্য সবথেকে সেরা বই ইন্ডিয়ান ইকোনমি। শ্রীরাম আইএএসের ইন্ডিয়ান ইকোনমি বইটি পড়লেই দারুণ ফল হবে পরীক্ষায়।
3/7ইন্ডিয়ান আর্ট অ্যান্ড কালচার নীতিন সিঙ্ঘানিয়া: ইউপিএসসি পরীক্ষার আরেকটি বিষয় হল ইন্ডিয়ান আর্ট ও কালচার। নীতিন সিঙ্ঘানিয়ার বই এই বিষয়ে সবচেয়ে সেরা বই। এই বইটি পড়লে পরীক্ষার্থী নিশ্চিন্তে পরীক্ষায় উত্তর করতে পারবেন।
4/7অক্সফোর্ড স্কুল অ্যাটলাস ভূগোল: ইউপিএসসি পরীক্ষার অপর একটি বিষয় ভূগোলের জন্য কোন বই পড়বেন ভাবছেন? অক্সফোর্ড প্রকাশনের অক্সফোর্ড স্কুল অ্যাটলাস সেরা বইগুলির একটি। এই বইটি পড়লে দারুণ ফল হবে পরীক্ষায়।
5/7ব্রিফ হিস্ট্রি অব মর্ডান ইন্ডিয়া রাজীব আহির: ভারতের আধুনিক ইতিহাসও ইউপিএসসি পরীক্ষার আরেকটি বড় বিষয়। এটি নিয়ে অনেক পরীক্ষার্থী চিন্তায় থাকেন। রাজীব আহিরের ব্রিফ হিস্ট্রি অব মর্ডান ইন্ডিয়া এই বিষয়ের জন্য সেরা। পড়লে দারুণ ফল হবেই।
6/7ইন্ডিয়া ইয়ারবুক (কারেন্ট অ্যাফেয়ার্স): ইন্ডিয়া ইয়ারবুক ভারত সরকার থেকে প্রকাশিত কারেন্ট অ্যাফেয়ার্স সংক্রান্ত বই। কারেন্ট অ্যাফেয়ার্স পড়ার জন্য সেরা বই ইন্ডিয়া ইয়ারবুক। এটি ভালো করে পড়লে আর অন্য বইয়ের দরকার নেই।
7/7এনভায়রনমেন্ট ইকোলজি, বায়োডাইভারসিটি, ক্লাইমেট চেঞ্জ ও ডিসাস্টার ম্যানেজমেন্ট রবি অগ্ৰহারী: পরিবেশ সংক্রান্ত প্রশ্নপত্রের জন্য সেরা বই এটি। ইউপিএসসি পরীক্ষায় ভালো ফল করতে এই বইটি খুঁটিয়ে পড়তে হবে। দারুণ ফল হবে পরীক্ষায়।