সম্প্রতি ইন্টারনেটে একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে, যাতে দেখা যাচ্ছে একজন হেয়ার স্টাইলিস্ট উজালা ব্যবহার করে একজন গ্রাহকের চুল রং করছেন। ভিডিয়োটির কমেন্ট বক্সে রকমারি কমেন্ট করেছেন নেটিজেনরা। এমনকি ডেলিভারি অ্যাপ ব্লিঙ্কিট এবং সুইগি ইন্সটামার্ট থেকেও মিলেছে প্রতিক্রিয়া। ভিডিয়োটি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন স্টাইলিস্ট রাহুল কালশেট্টি। মিস্টার কালশেট্টি স্পষ্টই জানিয়েছেন, তিনি জনসাধারণের চাহিদা অনুযায়ী পরীক্ষা চালিয়েছেন।
মিস্টার কালশেট্টি উজালা ব্যবহার করে চুলে রং করে সম্প্রতি নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে। আমরা জানি, উজালা একটি তরল ফ্যাব্রিক বর্ধক যা জামাকাপড়ে ব্যবহার করা হয়। একজন ক্লায়েন্টের চুল ব্লিচ করতে উজালার ব্যবহার নজর কেড়েছে সকলের। আশ্চর্যজনকভাবে মিস্টার কালশেট্টি তার ক্লায়েন্টের চুলের উজালা ব্যবহারের ফলে সাদা ও নীল রঙের একটি সেড সৃষ্টি হয়েছে, যা দেখতে বেশ ভালোই লাগছে বলে মন্তব্য করেছেন অনেকেই।
ভিডিয়োটির ক্যাপশনে মিস্টার কালশেট্টি লিখেছেন, ‘উজালা নিয়ে সামান্য পরীক্ষা নিরীক্ষা’
ভিডিয়োটি ৭ দিন আগে ইনস্টাগ্রামে পোস্ট করা হয়েছিল। এখন পর্যন্ত ৪ মিলিয়নেরও বেশি মানুষ এই ভিডিয়োটি দেখেন। ইন্টারনেট ব্যবহারকারীদের ইতিবাচক প্রতিক্রিয়ার ফলে ভাইরাল হয়েছে উজালা দিয়ে চুল রং করার এই ভিডিয়োটি।
ভিডিয়োটিতে ডেলিভারি সংস্থা ব্লিঙ্কিট লিখেছে, ‘তাই আমরা আজকাল এত উজালার অর্ডার পাচ্ছি।’
সুইগি ইন্সটামার্টও ভিডিয়োটিতে প্রতিক্রিয়া জানিয়েছে, ‘তুজসে নারাজ না জিন্দেগি হ্যায়রান হু ম্যায়।"
ইনস্টাগ্রামে অন্যান্য ব্যবহারকারীরাও নানান চমকপ্রদ মন্তব্য করেছেন।
একজন ব্যবহারকারী রসিকতা করেছেন যে স্টাইলিস্টের পরের বার হারপিক ব্যবহার করার চেষ্টা করা উচিত। তিনি লেখেন, ‘ব্ল্যাক হিট এবং লাল হারপিকও প্রয়োগ করুন এবার।’
অন্য দুই ইনস্টাগ্রাম ব্যবহারকারী জুবান কেশরী ও হারুফজা ব্যবহারের পরামর্শও দিয়েছেন নেট মাধ্যমে।
তবে উজালার প্রয়োগ এক ক্লায়েন্টের উপর পরীক্ষা করার আগে, মিস্টার কালশেট্টি প্রথমে এটি তার নিজের চুলে ব্যবহার করেছিলেন এবং একটি ভিডিয়োও পোস্ট করেছিলেন।