ত্বকে উজ্জ্বলতা আনতে মৃত কোষকে সরিয়ে ফেলার গুরুত্ব রয়েছে। এক চামচ চিনির সঙ্গে অলিভ অয়েল ও নারকেল মিশিয়ে নিন, চিনি ধীরে ধীরে গলবে। এরপর তা দিয়ে করুন ত্বকে স্ক্রাবিং। পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। ত্বক হবে ঝলমলে।
1/7চিনি যে শুধু মুখে মিষ্টি স্বাদ যোগায় তা নয়, মুখের ত্বককেও উজ্জ্বল দীপ্তিময় করে তোলায় এর বহু উপকারিতা রয়েছে। ডায়াবেটিস সমেত একাধিক রোগ ব্যাধির চোখ রাঙানিতে চিনির কৌটো অনেকেই বাড়ির এক কোণে সরিয়ে রাখেন। তবে ত্বকের যত্নে এই চিনির মাহাত্ম্য অপরিসীম। একনজরে দেখে নেওয়া যাক, চিনিকে কীভাবে ব্যবহার করলে তা ত্বককে উজ্জ্বল করে।
2/7পায়ের পাতাই হোক বা ঠোঁটই হোক, সর্বাঙ্গ উজ্জ্বল ও আকর্ষণীয় হলে রূপের লাবণ্য অনেককেই তাক লাগায়। আর চিনিতে এমনই কিছু গুণাগুণ রয়েছে যা ত্বকের মৃত কোষ সরিয়ে ত্বককে উজ্জ্বল করে। রূপচর্চায় চিনির গুরুত্ব দেখে নেওয়া যাক একনজরে।
3/7মৃত কোষ তুলতে- ত্বকে উজ্জ্বলতা আনতে মৃত কোষকে সরিয়ে ফেলার গুরুত্ব রয়েছে। এক চামচ চিনির সঙ্গে অলিভ অয়েল ও নারকেল মিশিয়ে নিন, চিনি ধীরে ধীরে গলবে। এরপর তা দিয়ে করুন ত্বকে স্ক্রাবিং। পরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নিন। ত্বক হবে ঝলমলে।
4/7ঠোঁটের কালচেভাব সরাতে- ঠোঁটে কালচেভাব থাকলে হালকা রঙের লিপস্টিকে একেবারেই সঠিকভাবে মেক আপ ধরা দিতে চায় না। ফলে মুখের উজ্জ্বলতাও কমে যায়। তাই ঠোঁটের চাকচিক্য জরুরি। ঠোঁটে কালচে দাগ সরিয়ে দিতে হলে সামান্য লেবুর রস, চিনি ও মধু মিশিয়ে তা ২০ মিনিট ঠোঁটে রাখুন। এরপর স্ক্রাব করার পর তা ধুয়ে ফেলুন। ছবি: আনস্প্ল্যাশ
5/7ঠোঁটের কালচেভাব সরাতে- ঠোঁটে কালচেভাব থাকলে হালকা রঙের লিপস্টিকে একেবারেই সঠিকভাবে মেক আপ ধরা দিতে চায় না। ফলে মুখের উজ্জ্বলতাও কমে যায়। তাই ঠোঁটের চাকচিক্য জরুরি। ঠোঁটে কালচে দাগ সরিয়ে দিতে হলে সামান্য লেবুর রস, চিনি ও মধু মিশিয়ে তা ২০ মিনিট ঠোঁটে রাখুন। এরপর স্ক্রাব করার পর তা ধুয়ে ফেলুন।
6/7স্ট্রেচ মার্ক তুলতে- কফি, চিনি, আমন্ড তেল, মধু মিশিয়ে নিন। এই মিশ্রণ দিয়ে স্ক্রাব করলে স্ট্রেচমার্ক দূর হয়। তবে তা হতে সময় নেবে। ওজন কমলে বা বাড়লে কিম্বা প্রেগন্যান্সির পর এই স্ট্রেচমার্ক দেখা দেয়। আর চিনি দিয়ে তা সরিয়ে ফেলা সম্ভব।
7/7ট্যান সরাতে- ত্বকের ট্যান সরাতে চিনি ও হলুদের স্ক্রাব দারুন উপকারি। হলুদের সঙ্গে চিনি ও মধু ভালোভাবে মিশিয়ে নিন। মুখ ধোয়ার সময় আলতো করে স্ক্রাব করে নিন। হালকা গরম জল দিয়ে পরে তা ভালোভাবে ধুয়ে নিন। ( এই প্রতিবেদনের তথ্য সাধারণ মান্যতাধর্মী। বিশদ জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন।)