বৈশাখের শুরু থেকেই দাপুটে ব্যাটিং শুরু হয়েছে গরমের। এই গরম থেকে রক্ষা পেতে অনেকেই এসি কেনার কথা ভাবছেন। তবে 'সাধ্যের মধ্যে সাধ পূরণ' করার জন্য এসির দাম যেমন অনেকের কাছেই একটা ফ্যাক্টর, তেমনই এসি কেনার আগে কয়েকটি বিষয় অবশ্যই চোখে রাখা প্রয়োজন। দেখে নেওয়া যাক, এসি কেনার আগে কোন কোন বিষয়ে নজর রাখা জরুরি।
আপনি কোন ঘরে এসি বসাতে চান তা আগে স্থির করতে হবে। সেই ঘর রোদের তেজের মধ্যেই সারাদিন থাকে, নাকি গাছের ছাওয়া পায় তা দেখতে হবে।
এরপর ঘরের মাপের ওপর নির্ভর করে স্থির করতে হবে কত টনের এসি কিনবেন। ঘরের মার ১২০ বর্গফুট বা তার কম হলে এক টনের এসি যথেষ্ট। ঘরের মাপ এর বেশি হলে দেড়টনের এসি ভাল।
এসি কেনার আগে বিদ্যুতের খরচ একটি বড় দিক। এসি কতটা বিদ্যুৎ সাশ্রয় করবে, তা এসির গায়ে ব্যুরো অফ এনার্জি এফিশিয়েন্সি-র তরফে দেওয়া স্টারের সংখ্যা দেখে স্থির করতে হয়। স্টার যত বেশি, তত এসির দাম, তবে তাতে কম হয় বিদ্যুতের খরচ।
বাজারে বহু ধরনের স্মার্ট এসি পাওয়া যায়। এর কোনওটি স্মার্ট ফোন থেকে নিয়ন্ত্রণ করা যায়, আবার কোনওটি গলার স্বর দিয়ে নিয়ন্ত্রণ করা যায়। তবে এর দামও বেশ বেশি।
ইনভার্টার এসি আরও একটি বড় দিক, এসি কেনার আগে। ইনভার্টার এসিতে শীতলতা নিয়ন্ত্রণ করা যায় কম্প্রেশরের হাত ধরে। এই এসির কর্মক্ষমতা সাধারণ এসির থেকে বেশি থাকে। কমায় বিদ্যুতের খরচ।